প্রশ্নঃ ১২০৪৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস্সালামু আলাইকুম 💝,
১. Maditaion করা কি জায়েজ?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
وعليكم السلام ورحمة الله وبركاته
والله اعلم بالصواب
উত্তর দাতা:
রেফারেন্স উত্তর :
প্রশ্নঃ ৮৪৩৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইসলাম এ কি যোগ করা পুরুষ/মহিলা দের জন্যে জায়েজ?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
অনৈসলামিক ধ্যান-ধারণায় তাড়িত না হয়ে, নারী-পুরুষের অবাধ মেলামেশা না করে শুধুমাত্র শরীর চর্চার উদ্দেশ্যে যোগ ব্যায়াম করা মৌলিকভাবে নাজায়েয নয়।
কিন্তু যোগব্যায়ামের পেছনে বৌদ্ধ-হিন্দু সন্ন্যাসী ও খ্রীষ্টান পাদ্রীদের অনেক ধারণা সম্পৃক্ত রয়েছে। যেগুলোর অধিকাংশই শিরকী আকীদা থেকে আমদানি করা।
মেডিটেশন (meditation), যোগ ব্যায়াম (yoga) মূলতঃ একটি শয়তানী ফাঁদ; যা নিঃসন্দেহে হারাম।
মানুষকে আল্লাহর ইবাদত থেকে ফিরিয়ে কথিত অন্তর্গুরুর ইবাদতে লিপ্ত করার অভিনব প্রতারণার নাম হল কোয়ান্টাম মেথড। হাজার বছর পূর্বে ফেলে আসা হিন্দু বৌদ্ধ খৃষ্টান পাদ্রী ও যোগী সন্ন্যাসীদের যোগ-সাধনার আধুনিক কলা-কৌশলের নাম দেওয়া হয়েছে “মেডিটেশন”। হতাশাগ্রস্ত মানুষকে সাময়িক প্রশান্তির সাগরে ভাসিয়ে এক কল্পিত দেহ ভ্রমণের নাম দেওয়া হয়েছে Science of Living বা জীবন-যাপনের বিজ্ঞান।
যারা এসব মেডিটেশন করে,তারা প্রত্যেকের ধর্মবিশ্বাসকে শ্রদ্ধা করে। তাদের মতে, “সকল ধর্মই সঠিক”। তারা বিশ্বাস করে মেডিটেশনই হচ্ছে নতুন সহস্রাব্দে আধুনিক মানুষের জীবন যাপনের বিজ্ঞান।
তাদের প্রচার অনুযায়ী বাংলাদেশে ফলিত মনোবিজ্ঞানের পথিকৃৎ এবং আত্ম-উন্নয়নে ধ্যান পদ্ধতির প্রবর্তক প্রফেসর এম. ইউ. আহমাদ নাকি ক্লিনিক্যালি ডেড হওয়ার পরেও পুনরায় জীবন লাভ করেন শুধু “তাঁকে বাঁচতে হবে, তিনি ছাড়া দেশে নির্ভরযোগ্য মনোচিকিৎসক নেই” তাঁর এই দৃঢ় বিশ্বাসের জোরে। [মহাজাতক, কোয়ান্টাম টেক্সট বুক, জানুয়ারি ২০০০, পৃষ্ঠা ২২-২৪] অর্থাৎ হায়াত মউতের মালিক তিনি নিজেই। (নাউযুবিল্লাহ)
এটি মূলতঃ হাজার বছর পূর্বে ফেলে আসা হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান পাদ্রী ও যোগী-সন্ন্যাসীদের যোগ-সাধনার আধুনিক কলা-কৌশলের নাম। (yoga and breathing by Muhammad ‘Abd al-Fattaah Faheem p. 19)
অথচ রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
لَيْسَ مِنَّا مَنْ تَشَبَّهَ بِغَيْرِنَا، لَا تَشَبَّهُوا بِاليَهُودِ وَلَا بِالنَّصَارَى
যে অন্য সম্প্রদায়ের সাথে সাদৃশ্য বা মিল রেখে চলে, সে আমাদের দলভুক্ত নয়, তোমরা ইয়াহূদী ও নাসারাদের সাথে সাদৃশ্য রেখো না। (তিরমিযী ২৬৯৫)
মেডিটেশনের লক্ষ্য হ’ল অন্তর্গুরুকে পাওয়া। তাদের ভাষায়, ‘মেডিটেশনের মাধ্যমেই আপনি সংযোগ সাধন করতে পারেন আপনার ‘অন্তরের আমি’র সাথে, আপনার শক্তির মূল উৎসের সাথে।’
মেডিটেশনের এই দৃষ্টিভঙ্গি ইসলামের দৃষ্টিতে মারাত্মক অপরাধ। মূলতঃ ‘অন্তরের আমি’ হল নফসে আম্মারা; যার অনুসরণের পরিণতি হল জাহান্নাম। এদেরকে লক্ষ্য করেই আল্লাহ বলেন,
أَرَأَيْتَ مَنِ اتَّخَذَ إِلَٰهَهُ هَوَاهُ أَفَأَنتَ تَكُونُ عَلَيْهِ وَكِيلًا-أَمْ تَحْسَبُ أَنَّ أَكْثَرَهُمْ يَسْمَعُونَ أَوْ يَعْقِلُونَ ۚ إِنْ هُمْ إِلَّا كَالْأَنْعَامِ ۖ بَلْ هُمْ أَضَلُّ سَبِيلًا
আপনি কি দেখেছেন ঐ ব্যক্তিকে, যে তার প্রবৃত্তিকে উপাস্যরূপে গ্রহণ করে? তবুও কি আপনি তার যিম্মাদার হবেন? আপনি কি মনে করেন যে, তাদের অধিকাংশ শোনে অথবা বোঝে ? তারা তো চতুস্পদ জন্তুর মত; বরং আরও পথভ্রান্ত। (সূরা ফুরক্বান ৪৩-৪৪)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
প্রশ্নঃ ১১৭৭০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মানসিক সমস্যার জন্য মেডিটেশন করা যাবে কি ? আমি প্রায়ই মেডিটেশন করি।এতে আমার মানসিক প্রশান্তি লাগে।মস্তিষ্ক ঠান্ডা লাগে। আসলে আমি লাইফে অনেক মানসিক অশান্তিতে ছিলাম।তাই মাঝে মাঝে মেডিটেশন করি।আমার প্রশ্ন মেডিটেশন বা ধ্যান করা ইসলামে জায়েজ আছে?? একজন একেক কথা বলে।দয়া করে সঠিক তথ্য দিবেন।https://quantummethod.org.bd/bnএই ওয়েবসাইটে শিথিলায়ন একটি মেডিটেশন আছে।ওটা করি। চাইলে অডিও টা শুনে নিতে পারেন।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
বর্তমান প্রচলিত মেডিটেশনের অধিকাংশ বক্তব্যের গতি প্রকৃতি হল মানুষকে আল্লাহ ও তাঁর প্রিয় রাসূলের শেখানো সুন্নাহ থেকে সুকৌশলে বের করে এনে ভিন্ন এক শক্তির পথ দেখানো। যা সম্পূর্ণ কাল্পনিক। ঐ কাল্পনিক শক্তির উপর ভর করে সুখ-শান্তির কাল্পনিক ভিন্ন জগৎ শেখানো হয়। আর ঐ জগতে তার বিচরণ চলতে থাকে। এক পর্যায়ে ঐ শক্তি আর ঐ কাল্পনিক জগৎটাকে তার কাছে বাস্তব জগতের চেয়ে শক্তিশালী মনে হয়। ঠিক এ সময় শয়তান এখানে সুযোগ নেয়। এই পথে শয়তান তাকে আল্লাহর কুদরতি নিজাম এর পাশাপাশি কাল্পনিক শক্তির সামনে দাঁড় করিয়ে দেয়। লোকটি নিজের অজান্তেই শিরকে লিপ্ত হয়ে যায়।
এই সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা থেকে প্রকাশিত মাসিক আল আবরার "কোয়ান্টাম মেথড ও মেডিটেশন" এই শিরোনামে ধারাবাহিক লেখাগুলো পড়ুন।
আপাত দৃষ্টিতে মেডিটেশনকে আপনার কাছে বিপদজনক মনে না হলেও ফলাফল খুবই ভয়াবহ ও নিকৃষ্ট হবে। দ্রুত এখান থেকে বেরিয়ে আসুন।
মনে রাখবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দেখানো পথ ও মতের চেয়ে শ্রেষ্ঠ কোন কিছু পৃথিবীতে হতেই পারে না। যেহেতু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর দেখানো পথ হল আল্লাহ প্রদর্শিত পথ। স্রষ্টা ভালো করে জানেন সৃষ্টির শান্তি কোথায় আছে। তিনি তাই নবীর মাধ্যমে আমাদেরকে দিয়েছেন। বিপরীতে এসব মেদিটেশন মানুষের আবিষ্কৃত। মানুষের আবিষ্কার কালের প্রবাহে পরিবর্তন হয়। তাই সুন্নতি জীবন যাপন করুন। ইবাদত বন্দেগী, জিকির-আজকার ও তিলাওয়াতের মাঝে আত্মার শান্তি খুঁজুন। সম্পূর্ণ লৌকিকতা মুক্ত হয়ে একাকী নীরবে নিভৃতে ভোর রাত্রিতে তাহাজ্জুদ পড়ার অভ্যাস গড়ে তুলুন। সাজদায় গিয়ে কান্নাকাটি করে দেখুন, কী পরিমান প্রশান্তি লাভ হয়!
আল্লাহ তায়ালা সব ধরনের শিরক থেকে আমাদেরকে হেফাজত করুক। সুন্নতী জীবন যাপনের ব্যাপারে আমাদেরকে তৌফিক নসিব করুক।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন