জানাজায় মাসবুক
প্রশ্নঃ ১১৭৭৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জানাজার নামাজে যদি এক তাকবীর অথবা দুই তাকবীর না পাই, তিন তাকবীরের সময় যদি দাঁড়াই তাহলে কিভাবে নামাজ আদায় করতে হবে, তিন তাকবীরে যেভাবে জানাযার দোয়া করতাম সেভাবে দোয়া করতে হবে নাকি ছানা পড়তে হবে, বিস্তারিত জানালে খুব উপকৃত হব।
জাযাকাল্লাহু খাইরান।
আমি সৌদি প্রবাসী তাই সৌদি আরবের নম্বর দিলাম
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
জানাযা নামাযের কিছু অংশ ছুটে গেলে জামাতে অংশগ্রহণের পর ইমাম সাহেব কয় তাকবীর দিয়েছেন এবং কোন দুআ পড়ছেন তা জানা গেলে আগন্তুক ঐ সময়ের দুআই পড়বে। আর যদি তা জানা না যায় তাহলে শুরু থেকে ধারাবাহিক নিয়মে ছানা অতপর দুরূদ ও দুআ পড়বে। অবশ্য ইমামের সালামের পর জানাযা দ্রুত উঠিয়ে নিতে লাগলে খাটনী জমিনে থাকা অবস্থায় অবশিষ্ট তাকবীরগুলো দুআ ছাড়াই আদায় করে নিবে। [মারাকির ফালাহ পৃ. ৩২৬; শরহুল মুনইয়া পৃ. ৫৮৭; আলমুহীতুল বুরহানী ৩/৮০; আদ্দুররুল মুখতার ২/২১৭; আহসানুল ফাতাওয়া ৪/২০০]
والله اعلم بالصواب
উত্তর দাতা:
শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার, মোহাম্মাদপুর।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন