ফিতনার ভয়ে বিয়ে ছেড়ে দেওয়ার বিধান
প্রশ্নঃ ১১৭৭৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি ২১ বছর বয়সী একজন ছেলে। বর্তমান সমাজে মেয়েদের উচ্ছৃঙ্খলা, খোলা মেলা চলা ফেরা আমি সহ্য করতে পারি না। মাঝে মাঝে মনে হয় আমি ভবিষ্যতে বিয়ে করবো না,কোন নারীর সাথেও সম্পর্কে যাবো না। নিজে সম্পূর্ণ উপার্জন ক্ষমতা পাবার পর আমি এতিমখানা হতে একটি শিশু আনবো যাকেই নিজের উত্তরসূরী বানাবো।এখন প্রশ্ন হলো আমার ধর্ম ইসলাম কি এটা মেনে নিবে? মানে বিবাহ না করলে কোন সমস্যা হবে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আল্লাহ তায়ালা আপনাকে দ্বীন ও ঈমানের উপর অটল অবিচল রাখুক। অন্যায় অশ্লীলতার প্রতি বিদ্বেষ ও ঘৃণাবোধ অটুট রাখুক।
বিবাহ শাদী আল্লাহর বিধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর প্রিয় সুন্নত। বিশেষ কোনো পরিবেশ ও ব্যক্তিদের প্রতি বিতৃষ্ণা নিয়ে সুন্নত (বিবাহ শাদী) থেকে মুখ ফিরিয়ে নেওয়া একজন মুসলমানের জন্য কিছুতেই উচিত নয়।
وَحَدَّثَنِي أَبُو بَكْرِ بْنُ نَافِعٍ الْعَبْدِيُّ، حَدَّثَنَا بَهْزٌ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، أَنَّ نَفَرًا، مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم سَأَلُوا أَزْوَاجَ النَّبِيِّ صلى الله عليه وسلم عَنْ عَمَلِهِ فِي السِّرِّ فَقَالَ بَعْضُهُمْ لاَ أَتَزَوَّجُ النِّسَاءَ . وَقَالَ بَعْضُهُمْ لاَ آكُلُ اللَّحْمَ . وَقَالَ بَعْضُهُمْ لاَ أَنَامُ عَلَى فِرَاشٍ . فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ . فَقَالَ " مَا بَالُ أَقْوَامٍ قَالُوا كَذَا وَكَذَا لَكِنِّي أُصَلِّي وَأَنَامُ وَأَصُومُ وَأُفْطِرُ وَأَتَزَوَّجُ النِّسَاءَ فَمَنْ رَغِبَ عَنْ سُنَّتِي فَلَيْسَ مِنِّي " .
আনাস রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত:
নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম-এর কতিপয় সহাবী নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম-এর সহধর্মিণীদের নিকট তাঁর গোপন ‘ইবাদাত সম্পর্কে জিজ্ঞেস করলেন।
তাঁদের মধ্যে কেউ বললেন, আমি কখনও বিয়ে করব না, কেউ বললেন, আমি কখনও গোশ্ত খাব না, কেউ বললেন, আমি কখনও বিছানায় ঘুমাব না। রসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর প্রশংসা ও গুনগান করলেন এবং বললেনঃ “লোকদের কী হল যে, তারা এরূপ এরূপ বলছে? অথচ আমি তো সলাতও আদায় করি আবার নিদ্রাও যাই, সওম পালন করি এবং ইফ্ত্বারও করি এবং বিয়েও করেছি। অতএব যে ব্যক্তি আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নেয়, সে আমার কেউ নয়।”
—সহীহ মুসলিম, হাদীস নং ৩২৯৪
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন