প্রশ্নঃ ১১৭৫৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অনেকেই বলেন
মহিলাদের নামাজে দারানোর সময় দুই পায়ের মাঝে চার আঙ্গুল ফাকা থাকবে আবার কেউ কেউ বলেন দুই পা মিলিয়ে দারাতে হবে। দারানোর সঠিক নিয়ম জানালে উপকৃত হতাম।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
মহিলারা নামাজে দাঁড়ানোর সময় উভয় পা গোড়ালী ও সামনের আঙ্গুল সবটাই মিলিয়ে রাখবে।
গোড়ালী মিলানো আর সামনের আঙ্গুল ফাঁকা রাখবে না। এটা ভুল পদ্ধতি।
عن ابن عباس أنه سئل عن صلاة المرأة، فقال : “تجتمع وتحتفز”(رواه ابن أبي شيبة ورجاله ثقات)
আব্দুল্লাহ ইবনে আব্বাস রা. কে জিজ্ঞেস করা হয়েছে, মহিলা কীভাবে নামায আদায় করবে? তিনি বললেন, খুব জড়সড় হয়ে অঙ্গের সাথে অঙ্গ মিলিয়ে নামায় আদায় করবে। (মুসান্নাফে ইবনে আবী শায়বা ১/৩০২)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন