প্রশ্নঃ ১১৬৮৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
السلام علیکم ورحمة الله وبركاته.
একই মসজিদ এ সলাহ আদায় এর পর আমার এক ভাই বলল যে মসজিদের প্রস্রাব এর লাইন নাকি সামনে থাকা পুকুর এর সাথে প্রশ্ন হইল ওই পুকুরে অজু করলে তা হবে? পুকুর বদ্ধ।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
(যার একদিকে পানি নাড়া দিলে অন্যদিকে নড়ে না।ফুকাহায়ে কেরাম বলেন যেই পুকুর বা হাউজের দৈর্ঘ্য-প্রস্ত হবে দশহাত-দশহাত) —এ ধরনের পুকুরের একদিকে নাপাকি পড়লে অন্যদিক দিয়ে পবিত্রতা হাসিল করা জায়েজ। (হিদায়া : ১/৩৬)
—এ ধরনের পুকুরে বা হাউজে যদি পর্যাপ্ত পানি থাকে এবং পুকুরে বিল্ডিংয়ের পয়নিষ্কাশনের পানি গিয়ে পড়া,পানির রং সবুজ বা কালো হওয়ার পরেও পানির তারল্য বহাল থাকে তাহলে যেকোনো কারণে পানির রং ও গন্ধ পরিবর্তন হয়ে গেলেও তা দ্বারা অযু-গোসল করা সহীহ হবে।
,
সুতরাং উল্লেখিত ছুরতে বর্ণিত সংজ্ঞা অনুযায়ী আপনাদের ঐ পুকুর যদি বড় পুকুর হয় তাহলে সেই পুকুরের পানির তারল্যতা থাকলে সেখান থেকে অযু গোসল করা যাবে।
কোনো সমস্যা নেই।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন