আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১১৫৬১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শহিদ মিনারে ফুল দেওয়া কি জায়েজ এছাড়াও বিভিন্ন নেতা কর্মিরা ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে থাকে এটা কি জায়েজ?

১৫ ডিসেম্বর, ২০২১
টাঙ্গাইল

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





স্মৃতিস্তম্ভে ফুল দেওয়া মূলত মূর্তিপূজার সাথে সাদৃশ্যপূর্ণ। এগুলো বিজাতীয় সংস্কৃতি। এসকল কর্মকাণ্ড না রাসূল (সা.) এর যুগে ছিল, না সাহাবায়ে কেরামের যুগে। অথচ কুরআন মাজিদে রাসূল (সা.) এর অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। তাই ২১ ফেব্রুয়ারি শহিদ মিনারে ফুল দেওয়া বৈধ হবে না। মুসলমানদের এসকল অহেতুক মনগড়া কর্মকাণ্ড বর্জন করা একান্ত অপরিহার্য।

আল্লাহ তাআলা কুরআন মাজিদে ইরশাদ করেন,

لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِمَنْ كَانَ يَرْجُو اللَّهَ وَالْيَوْمَ الْآخِرَ وَذَكَرَ اللَّهَ كَثِيرًا

‘অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ তাদের জন্য যারা আল্লাহ ও পরকাল প্রত্যাশা করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে।’ [সূরা আহযাব, আয়াত: ২১]

অন্যত্র ইরশাদ হচ্ছে,

قُلْ أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ

‘বল, তোমরা আল্লাহর আনুগত্য কর এবং রাসূলের আনুগত্য কর।’ [সূরা নুর, আয়াত: ৫৪]

হাদিস শরিফে এসেছে,

عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ

‘হযরত ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত। রাসূল (সা.) ইরশাদ করেছেন- যে ব্যক্তি যার সাদৃশ্য গ্রহণ করে, সে তাদেরই অন্তর্ভুক্ত।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ৪০৩১]

‘উমর (রা.) এর খেলাফতকালে তাকে সংবাদ দেওয়া হলো যে, কতিপয় মানুষ ঐ বৃক্ষের উদ্দেশ্যে যাতায়াত করে যে বৃক্ষের নিচে সাহাবিগণ রাসূল (সা.) এর হাতে বায়আত করেছিলেন। অতঃপর তিনি ঐ বৃক্ষকে কেটে ফেলার নির্দেশ দিলেন ‘ [ফাতহুল বারী, ৭/৪৪৮]

والله اعلم بالصواب

মুসলিম বাংলা ফাতওয়া বিভাগ

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন