আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

ননদের বাচ্চাকে কি দুধ পান করানো যাবে?

প্রশ্নঃ ১১৫৩৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার ননদ এর ছেলে বাবু হয়েছে।আমি পরিপূর্ণ পর্দা করি,ননদের ছেলে বড় হলে তার সাথে যাতে পর্দা করা না লাগে সেজন্য কি ইচ্ছে করে আমি তার দুধ মা হতে পারবো?এটা কি ইসলামে জায়েজ আছে?

২৮ ডিসেম্বর, ২০২৩
রাজশাহী

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


হ্যাঁ তাকে আপনি দুধ পান করাতে পারবেন তবে সেক্ষেত্রে অবশ্যেই আপনার স্বামীর অনুমতি লাগবে।

ফিকহে হানাফির অনন্য গ্রন্থ আদদুররুল মুখতারে উল্লেখ আছে “স্বামীর অনুমতি ছাড়া অন্যের বাচ্চাকে দুধ পান করানো জায়েজ নেই। হ্যাঁ, শিশুটি যদি দুধের তৃষ্ণায় ছটফট করতে থাকে এবং মারা যাবার আশংকা থাকে, তাহলে অনুমতি ছাড়াই দুধ পান করাতে পারবে।”



সুতরাং দুধ পান করালে সে ব্যাপারে সাক্ষ্য রাখা, লোকজনকে জানানো বা বিষয়টি স্পষ্টভাবে লিখিত রাখা জরুরি-যেন ভবিষ্যতে সম্পর্কগত হালাল-হারামের মত স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ বিষয়ে কোনও ধরণের অস্পষ্টতা বা সংশয় সৃষ্টি না হয়।
والواجب على النساء أن لا يرضعن كل صبي من غير ضرورة، وإذا أرضعن فليحفظن ذلك وليشهرنه ويكتبنه احتياطا اهـ
-الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) – دار الفكر-بيروت (3/ 212)

والله اعلم بالصواب

উত্তর দিয়েছেন:

মুফতি সাইদুজ্জামান কাসেমি
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন