আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

সৎ বাবার ছেলার কি মাহরাম?

প্রশ্নঃ ১১৪২৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ( ১) আমার মা আমার বাবার সংসার ছেরে পরে আর একটা বিবাহ করেছে।ওই ঘরে আমার একটা ভাই ও আছে।এখন আমার ওই বাবা আর ভাইয়ের সামনে কি আমার পর্দা ফরয।(২) আমার মেয়ের বয়স ২ বছর।ও আমাকে খুব বিরক্ত করে তাই ও আমার কাছে মার ও খায়।এতে কি আমার গুনাহ হবে।

২৭ জুলাই, ২০২৫
Dhaka

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


১.ওই বাবার সাথে যদিও আপনি সাক্ষাত করতে পারবেন কিন্তু অবশ্যই সতর্কতা অবলম্বন করে চলবেন। তবে ওই ভাই আপনার মাহরাম নয়। তার সাথে দেখা-সাক্ষাৎ করা জায়েজ নাই।

২. ধৈর্যের সাথে সন্তান লালনপালন করলে প্রতিদান হিসেবে আল্লাহ তায়ালা জান্নাত দান করবেন। কাজেই শিশুকে প্রহার নয় বরং মমতা দিয়ে লালনপালন করতে হবে।
ছোট্ট শিশুরা কিছুটা ত্যক্ত বিরক্ত ও জালাতন করবেই। এটা যিনি সহ্য করে পরম স্নেহে সন্তান লালনপালন করেন তিনিই হচ্ছেন মা'। এর একারণেই পরিনত বয়সে এসে সন্তান তখন পিতা মাতার জন্য দু'হাতে তুলে আল্লাহ তায়ালার কাছে দোয়া করে।

অভিজ্ঞতায় দেখা গেছে যেসকল পিতামাতা ছোট্ট সময়ে সন্তানকে যথাযথ স্নেহ মমতা করেন না সন্তান বড় হলে ওই পিতামাতার প্রতি খুব একটা যত্নশীল থাকে না।

অযথা কিংবা খুটিনাটি বিষয়ে অন্যায়ভাবে সন্তানকে প্রহার করলে সেটাও জুলুম হিসেবে গন্য হবে। আর আল্লাহ তায়ালা আমাদের জুলুম করতে নিষেধ করেছেন। আল্লাহ তায়ালা বুঝার তাওফিক দান করুন।

والله اعلم بالصواب

সাইদুজ্জামান কাসেমি বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

#১২৪৮২
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি যখন নবম শ্রেণিতে পড়ি এখজন শিক্ষক আমাকে পড়াত ২০০০ টাকার বিনিময় আমার মা বাবার সাথে চুক্তি করে কিন্তু ওই শিক্ষক আমার থেকে জোড় করে, নানা ধরনের কথা বলে যৌন হয়রানি করত। প্রতি মাসে ১০০০ টাকা বেশি নিত তবে শেষ এর তিন মাস আমি ওনাকে আর কোনো টাকা দেয়নি ওনার খারাপ আচরণ এর কারনে তবে উনি এখনো এই টাকা দাবি করে বলে দিতে নাহলে উনি দাবি রাখবে এটা সেটা,,, তবে উনি মা বাবার সাথে চুক্তি ২০০০ এর ই করেছিল,, এখন কি করনীয়?? আর উনাকে টাকা দিতে গেলে আবার উনার যৌন হয়রানি শিকার হতে হবে,, আর উনি কি এটি পাওনা হবে,,
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী মুহাম্মাদ রাশেদুল ইসলাম
৮ জানুয়ারী, ২০২২
Brahmanbaria