কারবালা কি? কারবালা দ্বারা কি বুঝায়? বিস্তারিত আলোচনা করলে ভালো হয়।
প্রশ্নঃ ১১১৮৬৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কারবালা কি? কারবালা দ্বারা কি বুঝায়? বিস্তারিত আলোচনা করলে ভালো হয়।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
কারবালা (كربلاء) বর্তমান ইরাকের একটি ঐতিহাসিক শহর। এটি ফোরাত (ইউফ্রেটিস) নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থিত। ইসলামের ইতিহাসে কারবালা সর্বাধিক পরিচিত ও স্মরণীয় হয়ে আছে ৬১ হিজরি, ১০ই মুহাররম (আশুরার দিন) সংঘটিত এক হৃদয়বিদারক ঘটনার কারণে—যাকে বলা হয় ওয়াকিয়ায়ে কারবালা।
ইসলামের ইতিহাসে এমন কিছু ঘটনা রয়েছে, যা কেবল ইতিহাসের পাতা নয়, বরং কোটি মুসলমানের হৃদয়ে চিরস্থায়ী দাগ কেটে রেখেছে। এমনই এক বেদনাবিধুর অধ্যায় হলো কারবালার ঘটনা। এটি শুধু একটি যুদ্ধ বা রাজনৈতিক সংঘর্ষ নয়—বরং এটি ছিল হক ও বাতিলের মাঝে এক অসামান্য সংঘাত, ন্যায়বোধ, ত্যাগ, এবং আল্লাহর রাহে ধৈর্য ও সত্যের উপর অবিচল থাকার এক অমর দৃষ্টান্ত।
কারবালার প্রান্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর দৌহিত্র, জান্নাতের যুবকদের নেতা হযরত হুসাইন (রাদিয়াল্লাহু আনহু) তাঁর পরিবার-পরিজন ও সঙ্গীদের নিয়ে শাহাদাত বরণ করেন। তাঁদের এই আত্মত্যাগ কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মাহর জন্য এক অন্তঃপ্রাণ শিক্ষা হয়ে থাকবে। সত্যের পথে কোনো আপস নয়, অন্যায়ের সামনে কোনো মাথানত নয়।
আজকের এই অন্ধকারাচ্ছন্ন যুগে, যখন সত্য কথা বলাও দুঃসাহসিক হয়ে উঠেছে, তখন কারবালার শিক্ষা আমাদের বাতিঘরের মতো পথ দেখায়। সেই মহাবিপদের মুখেও হযরত হুসাইন ((রাযি.)) অন্যায়ের সাথে আপস করেননি। তাঁর রক্তে লেখা হয়েছে ইসলামের এক উজ্জ্বল ইতিহাস, যে ইতিহাস কেবল মুসলমানদের নয়, সমগ্র মানবতার জন্য এক চিরন্তন শিক্ষা।
বিস্তারিত জানতে প্রবন্ধটি পড়ুন👇
https://muslimbangla.com/article/1018
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী, ফাতাওয়া বিভাগ, মুসলিম বাংলা
লেখক ও গবেষক, হাদীস বিভাগ, মুসলিম বাংলা
খতীব, রৌশন আলী মুন্সীবাড়ী জামে মসজিদ, ফেনী
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন