প্রশ্নঃ ১০৮৩৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস্সালামু আলাইকুম, 🌼🌻
১. অমুসলিমদের সাথে কি বন্ধুত্ব করা যাবে?
২. বোরকা, নিকাব বাদে অন্য কোনো কাপড় দিয়ে পর্দা করা যাবে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আল্লাহ পাক রব্বুল আলামীন ইরশাদ করেন-
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَتَّخِذُواْ ٱلْيَهُودَ وَٱلنَّصَٰرَىٰٓ أَوْلِيَآءَ ۘ بَعْضُهُمْ أَوْلِيَآءُ بَعْضٍۢ ۚ وَمَن يَتَوَلَّهُم مِّنكُمْ فَإِنَّهُۥ مِنْهُمْ ۗ إِنَّ ٱللَّهَ لَا يَهْدِى ٱلْقَوْمَ ٱلظَّٰلِمِينَ
(المائدة - 51)
অর্থাৎ হে মুমিনগণ ! তোমরা ইহুদী ও খ্রিষ্টানদের কে বন্ধুরূপে গ্রহণ করো না, তারা একে অপরের বন্ধু! তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে সে তাদেরই অন্তর্ভুক্ত! আল্লাহ জালেমদেরকে পথ প্রদর্শন করেন না! (সূরা মায়েদা আয়াত 51)
উক্ত আয়াতের তাফসির আল্লামা মুফতি মুহাম্মদ শফী( রহ)তাফসীরে মারেফুল কোরআনে লিখেন যে-
আয়াতে মুসলমানদেরকে নির্দেশ দেয়া হয়েছে যে , তারা যেন ইহুদী ও খ্রীষ্টানদের সাথে সামঞ্জস্য ও গভীর বন্ধুত্ব না করে । সাধারণ অমুসলিম এবং ইহুদী ও খ্রীষ্টানদের রীতিও তাই। তারা গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক শুধু স্বীয় সম্প্রদায়ের মধ্যেই সীমাবদ্ধ রাখে ; মুসলমানদের সাথে এরূপ সম্পর্ক স্থাপন করে না । এরপর যদি কোন মুসলমান এ নির্দেশ অমান্য করে কোন ইহুদী অথবা খ্রীষ্টানের সাথে গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করে , তবে সে ইসলামের দৃষ্টিতে সে সম্প্রদায়েরই লোক বলে গণ্য হওয়ার যোগ্য ।( তাফসীরে মারেফুল কুর্আন পৃষ্ঠা নং: 335)
(আপনার দ্বিতীয় প্রশ্নটির উত্তর জানার জন্য ভিন্নভাবে প্রশ্ন করুন)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার, মোহাম্মাদপুর।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন