প্রশ্নঃ ১০৬৬০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এক ব্যক্তি আমাকে জিজ্ঞাসা করলো। রাতে তার সপ্নদোষ হলো।সে সকাল দশটায় গোসল করলো। গোসল করার এক ঘন্টা পর ঐ ব্যক্তির পেশাবের রাস্তা দিয়ে কিছু পানি বেরিয়ে আসলো তা ছিল বীযলের মত আর সেটা ঐ ব্যক্তির অনিচ্ছাকৃত ছিল। এখন কি তার জন্য গোসল করা আবশ্যক?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ইতিমধ্যে এ বিষয়ে উত্তর দেয়া হয়েছে. যে বিষয়ে প্রশ্ন করতে চাচ্ছেন সেটা আগে সার্চ অপশনে খুঁজে দেখুন। উত্তর নিচে সংযুক্ত করা হল।
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন:
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
রেফারেন্স উত্তর :
প্রশ্নঃ ৯৯৩৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুয়ালাইকুম,শায়েখ বীর্যপাতের পর সাথে সাথে গোসল করলে অনেক সময় গোসল শেষ করার ও ১০ মিন পর যৌনাঙ্গ গিয়ে একটা রস এর মত বের হয়। এ অবস্থায় কি আবার ফরয গোসল করা প্রয়োজন? প্রশ্নকর্তা একজন পুরুষ।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
না, উক্ত রসের কারণে গোসল ফরজ হবে না! তবে উহা যে স্থানে লাগবে ওই স্থান ধৌত করে পবিত্র করে নিতে হবে, নচেৎ নামাজ হবে না! কেননা তা নাপাক! আর এর থেকে বাচার উত্তম পন্থা হলো- বীর্যপাতের পর শরীর ঠান্ডা হওয়ার পর গোসল করা এবং গোসলের পূর্বে প্রস্রাব করে নেয়া!
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন:
শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার, মোহাম্মাদপুর।
সহবাসের পর পবিত্রতা অর্জন পদ্ধতি
প্রশ্নঃ ১০৬৪৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সহবাসের পরে কি ভাবে পবিত্রতা অর্জন করতে হবে? রাত এগারোটায় সহবাস করার পর গোসল করে শুয়ে পড়লাম সকালে দেখা গেল সামান্য পিচ্ছিল পদার্থ আসতেছে এখন আমি ফজরের নামাজ কেমন করে জামাতের সাথে পরবো? খুবই জরুরী দয়া করে উত্তরটা দিলেন আমলের সুবিধা হয়
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সহবাসের পর প্রথমে পেশাব করে নিবেন। তারপর গোসলের তিন ফরজ আদায় করে গোসল করবেন। তারপরও যদি ঘুম থেকে জাগ্রত হওয়ার পর লিঙ্গের মাথায় পিচ্ছিল কিছু দেখা যায় তাহলে পেশাব করে সেটাকে ধুয়ে নামাজ পড়ে নিলেই হবে। পুনরায় গোসল করতে হবে না। কিন্তু সহবাসের পর যদি পেশাব না করেই গোসল করে থাকেন এবং ঘুম থেকে জাগ্রত হওয়ার পর লিঙ্গের মাথায় পিচ্ছিল কিছু দেখা যায় তাহলে পুনরায় গোসল করতে হবে।
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন:
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন