প্রশ্নঃ ১০৬৩৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুয়ালাইকুম
এশার নামাজের পর ২রাকাত নফল নামাজ আছে যাকে আলফি নামাজ বলে আবার অনেকে হালকি নফল ও বলে। কোন নাম সঠিক? এই নামাজের দলিল কোনটা? এই নামাজ কী বেতেরের আগে পড়তে হয় নাকি পরে??
কোন নির্দিষ্ট সূরা আছে কি এই নামাজের জন্য?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাধারণত রাতের শেষ প্রহরে তাহাজ্জুদ পড়তেন। তাহাজ্জুদ শেষে তিন রাকাত বিতর পড়তেন। কখনো বিতিরের পরে দু রাকাত নফল নামাজ পড়েছেন এবং এ দু'রাকাত খুব সংক্ষেপে পড়েছেন।
—দারিমী, আস-সুনান ১/৪৫২।
যার ফলে কেউ কেউ এই দুই রাকাত নফল নামাজকে "হালকী নফল" বলে।
হাদীসে শুধু এটুকুই প্রমাণ আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়া সাল্লাম বিতরের পর সংক্ষেপে দুই রাকাত নফল নামাজ পড়েছেন। কেউ চাইলে পড়তে পারে। না পড়লেও কোনো অসুবিধে নেই।
সমাজের প্রচলিত আছে যে, এই দুই রাকাত বসে পড়তে হবে। অমুক সূরা এত বার পড়তে হবে। এই সব নিয়মের কোন ভিত্তি নেই। যে কোন সূরা দিয়ে ইচ্ছা পড়তে পারবেন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন