আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

উমরার তাওয়াফের মধ্যে তাওয়াফে ক্বুদূমের নিয়ত করা

প্রশ্নঃ ১০১৩৫২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ক্বিরান হজ্বের নিয়ত কারী তাওয়াফে কুদূম ও উমরার তাওয়াফ কি আলাদাভাবে করবে, নাকি এক তাওয়াফেই ক্বুদূম ও উমরার তাওয়াফ আদায় হয়ে যাবে?

৩০ এপ্রিল, ২০২৫
ঢাকা ১২০৭

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


মীকাতের বাইরে থেকে আগত ইফরাদ ও ক্বিরান হজ্বকারীদের জন্য মক্কায় এসে তাওয়াফে ক্বুদূম করা সুন্নত। ইফরাদ হজ্বকারীগণ প্রথমে শুধু তাওয়াফে ক্বুদূম করবে এবং ক্বিরান হজ্বকারীগণ উমরার তাওয়াফ ও সায়ী করার পর তাওয়াফে ক্বুদূম করবে। মক্কায় পৌঁছে উকূফে আরাফার পূর্ব পর্যন্ত তাওয়াফে ক্বুদূম করা যায়। হানাফি মাজহাব অনুসারে উমরার তাওয়াফে তাওয়াফে ক্বুদূম আদায় হয় না। গুনইয়াতুন নাসিক ১০৮; মানাসিকে মোল্লা আলী-১৪১

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া খতীব, নবোদয় সি ব্লক জামে মসজিদ, মোহাম্মদপুর ইমাম, বায়তুল ওয়াহহাব জামে মসজিদ, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন