আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

তাওয়াফে পবিত্রতার সন্দেহের কারণে উমরা কাজা করার বিধান

প্রশ্নঃ ১০১২৫৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একজন ব্যক্তি তামাত্তু হজ্ব করার জন্য এসে তাওয়াফ ও সায়ী করে চুল কেটে হালাল হয়। কিন্তু তাওয়াফ করার সময় তাঁর অজু ভেঙ্গে যায় বলে তাঁর সন্দেহ হয়। এখন করনীয় কি?

২৯ এপ্রিল, ২০২৫
ঢাকা ১২০৭

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


শুধুমাত্র সন্দেহের কারণে অযু ভঙ্গ হয় না। কেননা ফিকহের গ্রহণযোগ্য এবং স্বীকৃত মূলনীতি হলো- اليقين لايزول بالشك সন্দেহের কারণে ইয়াকিন দূরীভূত হয় না। তাই প্রশ্নোক্ত কারণে তার উমরা-এর কোনো ক্ষতি হবে না এবং এর জন্য কোনো দমও দিতে হবে না। ফতোয়া শামী: ১/১৪৮ (এইচ এম সায়ীদ)

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া খতীব, নবোদয় সি ব্লক জামে মসজিদ, মোহাম্মদপুর ইমাম, বায়তুল ওয়াহহাব জামে মসজিদ, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন