আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

যিলহজ্বের চাঁদ উঠলে নখ, গোঁফ, চুল না কাটা

প্রশ্নঃ ১০১২১৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হাজ্বী সাহেবদের জন্য নখ, গোঁফ, চুল কাটার বিধান কি?

২৯ এপ্রিল, ২০২৫
ঢাকা ১২০৭

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


যেসব হাজ্বী সাহেব দেশে কিংবা হারাম শরীফে ঈদুল আযহার কুরবানী করবেন তারা সৌদি আরবে যিলহজ্বের চাঁদ উঠার আগে নখ, চুল, গোঁফ ইত্যাদি পরিষ্কার করে পরিপাটি হয়ে নিবেন। হজ্বের দমে শোকর/কুরবানী করার পর মাথা মুন্ডন করে নখ, গোঁফ কাটবে। আর যারা হজ্বে ইফরাদ করবেন, অথবা ঈদের তিন দিন মুসাফির থাকবেন বিধায় ঈদুল আযহার কুরবানী করছেন না, হজ্বের ইহরাম বাঁধার পূর্বে নখ, চুল কাটবেন। রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেন, যখন (যিলহজ্ব মাসের) প্রথম দশদিন উপস্থিত হয়, আর তোমাদের কেউ কুরবানী করার ইচ্ছা করে, তবে সে যেন তার চুল ও নখের কোনো অংশ স্পর্শ (কর্তন) না করে। সহীহ মুসলিম ৪৯৫৫,

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া খতীব, নবোদয় সি ব্লক জামে মসজিদ, মোহাম্মদপুর ইমাম, বায়তুল ওয়াহহাব জামে মসজিদ, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন