আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

হজ্ব ভঙ্গের কারণসমূহ

প্রশ্নঃ ১০০৯৬৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হজ্বের মৌলিক ফরয কয়টি? এবং সেগুলোর বিধান কি?

২৭ এপ্রিল, ২০২৫
ঢাকা ১২০৭

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


হজ্বের মৌলিক ফরয ৩ টি
১. ইহরাম করা: হজ্বের জন্য ইহরাম করা শর্ত। যা ছাড়া হজ্ব হবে না।
২. উকুফে আরাফা: উকুফে আরাফার বিধান রোকন পর্যায়ের। ৯ যিলহজ্ব দ্বিপ্রহর থেকে সূর্যাস্তের পর পর্যন্ত আরাফার ময়দানে অবস্থান করা ওয়াজিব। কোন ওজরের কারণে এই সময়ের মধ্যে আরাফার ময়দানে উকূফ (অবস্থান) করতে না পারলে ৯ তারিখ দিবাগত রাতে সুবহে সাদিক পর্যন্ত সামান্য সময় উকূফ করলেও হজ্বের মূল ফরয আদায় হয়ে যাবে।
৩. তাওয়াফে জিয়ারাহ: তাওয়াফে যিয়ারাহ/ফরয তাওয়াফের বিধানটি রোকন পর্যায়ের। ১০ যিলহজ্ব সুবহে সাদিক থেকে ১২ যিলহজ্ব সূর্যাস্তের পূর্বেই কা'বা শরীফ তাওয়াফ করা। আদ্দুররুল মুখতার-৩/৪৬৮; গুনইয়াতুন নাসিক-৪৪; বাদায়েউস সানায়ে-২/৩০২ ও ৩৬৪

ফরযের হুকুম: হজ্বের এই তিনটি ফরযের কোন একটি বাদ পড়লে হজ্ব হবে না। পুনরায় হজ্ব করতে হবে। গুনইয়াতুন নাসিক-৪৫

والله اعلم بالصواب

উত্তর দিয়েছেন:

ইসহাক মাহমুদ
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া
খতীব, নবোদয় সি ব্লক জামে মসজিদ, মোহাম্মদপুর
ইমাম, বায়তুল ওয়াহহাব জামে মসজিদ, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন