আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

তামাত্তুকারী একত্রে হজ্ব ও উমরার ইহরামের নিয়ত করা

প্রশ্নঃ ১০০৯৬২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তামাত্তুকারী একত্রে হজ্ব ও উমরার ইহরামের নিয়ত করা কি সঠিক?

২৭ এপ্রিল, ২০২৫
ঢাকা ১২০৭

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


তামাত্তু হজ্বকারী প্রথমে ইহরাম বাঁধার সময় একত্রে হজ্ব ও উমরার নিয়ত করা সঠিক নয়। এ ভুলটি হাজ্বীদের ক্ষেত্রে বেশি হতে দেখা যায়। কেননা, তারা প্রায় নিজেরাই পরস্পর দেখাদেখি ইহরাম বেঁধে থাকে।
হজ্বে-তামাত্তুর ক্ষেত্রে নিয়ম হল, প্রথমে শুধু উমরার নিয়ত করবে। বাইতুল্লায় পৌঁছে উমরার কাজ সেরে হালাল হবে। তারপর আবার হজ্বের সময় (৮ই জিলহজ্ব) হজ্বের নিয়তে ইহরাম বেধেঁ মিনায় যাবে। সহীহ বুখারী ১/২১২; ফতোয়া হিন্দিয়া ১/২৩৮; মানাসিক মোল্লা আলী কারী পৃ. ২৭১; আলমুগনী ইবনে কুদামা ৫/৮২; আদ্দুররুল মুখতার ২/৫৩৫-৫৩৭

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া খতীব, নবোদয় সি ব্লক জামে মসজিদ, মোহাম্মদপুর ইমাম, বায়তুল ওয়াহহাব জামে মসজিদ, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন