আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

গৃহপালিত গাধার গোশত কি হালাল?

প্রশ্নঃ ১০০৭৪০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জনাব মুফতি সাহেব আমি জানতে চাচ্ছি গৃহপালিত গাধার গোশত খাওয়া হালাল কিনা? অগ্রিম জাযাকুমুল্লাহ

২৬ এপ্রিল, ২০২৫
আমিনবাজার

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


গৃহপালিত গাধার গোশত হালাল নয়। হাদীসে এসেছে, মিকদাম ইবনে মা’দীকরাব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ জেনে রাখ! আমাকে কুরআন প্রদান করা হয়েছে এবং এর সাথে অনুরূপ (হাদীস) দেয়া হয়েছ। অদূর ভবিষ্যতে একজন অভাবহীন তৃপ্ত ব্যক্তি তার খাটের উপর অবস্থান করে বলবেঃ তোমরা এ কুরআনকে গ্রহণ কর এবং এতে যা হালাল বলা হয়েছে, তা হালাল হিসাবে গ্রহণ কর; আর যা হারাম বলা হয়েছে তা হারাম হিসাবে গ্রহণ কর।

জেনে রাখ! গৃহ–পালিত গাধার গোশত তোমাদের জন্য হালাল নয়, কোন হিংস্র জন্তুর গোশতও হালাল নয়। (সুনানে আবু দাউদ হাদীস নং: ৪৬০৪)

فتوی نمبر : 144105201040
دارالافتاء : جامعہ علوم اسلامیہ علامہ محمد یوسف بنوری ٹاؤن

والله اعلم بالصواب

মুফতী নাঈম সিদ্দীকী বিন আব্দুস সাত্তার শিক্ষক, হাদীস ও ফিকহ বিভাগ মারকাযুশ শরীয়াহ আলইসলামিয়া ঢাকা

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

#১৭১৮২
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
জনাব যদি এখানে ২ ব্যাক্তি একত্রিত হয়েছে এবং তারা একে অপরকে সালাম দিচ্ছে মূলত তাদের ২ জনের
মধ্যে আমি হলাম ওপর কেউ, এখন আমার প্রশ্ন হলো তারা যে একে অপরকে সালাম দিল সেই সালামের জবাব কী আমাকে দেওয়া লাগবে?
যেমন আমি ক্লাসে যাওয়ার পর স্যার যখন ক্লাসে আসেন তখন সবাই সালাম দেয় স্যার কে, এখন আমাকে কী ঐ সালামের ও জবাব দেওয়া লাগবে যা ওরা সবাইমিলে স্যার কে দিয়েছে, যেমন আমার আব্বু কল দিছেন আম্মু কল রিসিব করে সালাম দিছেন পাশে আমি ছিলাম এতে এর জবাব দেওয়া আমার ওপর ওয়াজিব হবে


২শায়খ যদি রোজা অবস্থায় হাতের তালুর একটা অংশ আমার জিহবার আগাতে একটু লাগে এবং তা একটু লবনাক্ত হয়, হাত ঘামার কারনে, আর আমি যদি তখন থুথু না ফেলে থুথু খেয়ে ফেলি তখন আমার রোজার কোনো ক্ষতি হবে কী,

রমজানে রমজান সম্পর্কীত প্রশ্ন করার কথা কিন্তু শায়খ ১ ম প্রশ্নটির জন্য আমি শান্তি তে থাকতে পারছিনা, দয়া করে আমার ২ টি প্রশ্নের উত্তর দিয়ে, আমাকে মুক্তি করবেন,
জাযাকাল্লাহ খাইরান
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
২০ এপ্রিল, ২০২২
WW৩৯+MJW