সামনে ছবি ঝুলিয়ে নামাজ পড়া
প্রশ্নঃ ১০০২৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি যেখানে কাজ করি সেটা অনেক বড় একটা রুম।এই রুমের একটা দিকে আমরা কয়েকজন মিলে জামাত এ নামাজ আদায় করি।কিন্তু এ রুমের বিভিন্ন জায়গায় মানুষ এবং জীবজন্তুর ছবি টাঙানো এবং সাজানো আছে।তবে রুম বড় এবং মাঝে মাঝে হালকা পার্টিশন থাকায় আমরা যেদিক এ নামাজ আদায় করি সেখান থেকে ছবি বা সাজানো জীবজন্তু গুলো তেমন দেখা যায় না।আর আমরা যেদিকে নামাজ আদায় করি সেখানে ঈমাম এর সামনে বা পাশে কোন ছবি নাই কিন্তু মুক্তাদির একপাশে হাতে আকা প্রজাপতির ছবি টাঙানো আছে এবং খুবই ছোটো দুটো মাছের ছবি আছে।আর পুরো জায়গা টা যেহেতু আমাদের মালিক এর সাজানো তাই এই ছবি গুলো আমাদের পক্ষে সরানো সম্ভব নয়? আমরা যেহেতু এখানে নিয়মিত নামাজ আদায় করি, এমতাবস্থায় আমাদের নামাজ কি হবে?? আমরা নামাজ এর পরিপূর্ণ সওয়াব কি পাব??? নাকি গুনাহ হবে?? বা নামাজ বাতিল হবে??
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সামনে প্রাণীর ছবি রেখে নামায পড়লে যেভাবে নামায মাকরূহ হয় , তেমনিভাবে ডানপাশে বা বামপাশে ছবি ঝুলানো থাকলেও নামায মাকরূহ হয়। সুতরাং আপনাদের নামায মাকরূহের সাথে আদায় হয়ে যাবে।
( যেখানে নামাজ পড়েন মালিককে বলে সেখান থেকে ছবিগুলো সরানোর চেষ্টা করে দেখুন!)
সূত্র
তাবয়ীনুল হাকায়েক, খন্ড: 1, পৃষ্ঠা: 414
হালবাতুল মুজাল্লী, খন্ড: 2, পৃষ্ঠা: 293
ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: 1, পৃষ্ঠা: 107
আলবাহরুর রায়েক, খন্ড: 2, পৃষ্ঠা: 27
ফাতাওয়া তাতারখানিয়া, খন্ড: 2, পৃষ্ঠা: 203
রদ্দুল মুহতার, খন্ড: 1, পৃষ্ঠা: 648
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন:
শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার, মোহাম্মাদপুর।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন