আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

ইহরামের দুই রাকাত নামাযের নিয়ত, এবং নামাযের জন্য ইহরাম বিলম্ব করা

প্রশ্নঃ ১০০২৭৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইহরামের দুই রাকাত নামাযের নিয়ত কি হবে? এবং নামাযের জন্য ইহরাম বিলম্ব করা যাবে?

২২ এপ্রিল, ২০২৫
ছাগলনাইয়া

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


ইহরাম করার আগে দুই রাকাত নামায পড়া মুস্তাহাব। এ কারণে দেখা যায়, এই দুই রাকাত নামায পড়ার আশায় ইহরাম বিলম্ব করে থাকে। এমনকি এ নামায পড়তে না পারার কারণে কেউ কেউ ইহরাম ছাড়াই মীকাতের ভেতরে চলে যায়! অথচ ইহরাম ছাড়া মীকাত অতিক্রম করা জায়েয নেই। কিছু মানুষ ইহরামের আগে দুই রাকাত নামায আদায় করা জরুরি মনে করেন, এ কারণে ইহরামের দুই রাকাত নামায পড়েন। অথচ ইহরামের আগে নামায পড়া সকল মাযহাবেই মুস্তাহাব; জরুরি কিছু নয়। পক্ষান্তরে ইহরাম ছাড়া মীকাত অতিক্রম করা নাজায়েয। সুতরাং ইহরামের আগে নামাযের সুযোগ পেলে নামায আদায় করবে, সুযোগ না পেলে ইহরাম বাঁধাকে বিলম্ব করবে না। সহীহ মুসলিম ১/৩৭৬; মুসান্নাফে ইবনে আবী শায়বা হাদীস : ১২৯০০; মানাসিক মোল্লা আলী কারী পৃ. ৯৮; আলমুগনী ইবনে কুদামা ৫/৮১; ফতোয়া ফতোয়া হিন্দিয়া ১/২২৩; রদ্দুল মুহতার ২/৪৮১-৪৮২

উল্লেখ্য, ইহরামের নামাযের নিয়ত সেভাবেই করবেন যেভাবে নফল নামাযের নিয়ত করে থাকেন। যেমন, আমি ইহরামের দুই রাকাত মুস্তাহাব নামায আদায় করছি। এ নিয়ত মনে মনে করলেই যথেষ্ট হবে। মুখে বলাকে জরুরী মনে না করা উচিত। তবে করাটা উত্তম।

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া খতীব, নবোদয় সি ব্লক জামে মসজিদ, মোহাম্মদপুর ইমাম, বায়তুল ওয়াহহাব জামে মসজিদ, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন