খেলাফতে রাশেদার অর্থ কি?
প্রশ্নঃ ১০০২৬৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, খেলাফতে রাশেদার অথ্ কি
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
"খিলাফতে রাশেদা" (الخِلَافَةُ الرَّاشِدَةُ)
শব্দগত অর্থ:
الخلافة
(খিলাফাহ):প্রতিনিধিত্ব, নেতৃত্ব বা শাসন। এটি সেই ব্যবস্থা যেখানে একজন নেতা বা খলীফা মুসলিম উম্মাহর উপর ইসলামী শরীয়াহ অনুযায়ী শাসন করেন।
الراشدة
(আর-রাশিদাহ):সঠিকপথে পরিচালিত, সুপথপ্রাপ্ত, হিদায়াতপ্রাপ্ত। শব্দটি "رشد" থেকে এসেছে, যার অর্থ সঠিকতা, প্রজ্ঞা, ও সঠিক দিকনির্দেশনা।
সুতরাং, "الخلافة الراشدة" মানে: সঠিকপথে পরিচালিত খিলাফত" বা হিদায়াতপ্রাপ্ত ও সুন্নাতভিত্তিক নেতৃত্বব্যবস্থা
শরঈ দালিল:
রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন:
"تَكُونُ النُّبُوَّةُ فِيكُمْ مَا شَاءَ اللهُ أَنْ تَكُونَ، ثُمَّ يَرْفَعُهَا اللهُ إِذَا شَاءَ أَنْ يَرْفَعَهَا، ثُمَّ تَكُونُ خِلَافَةً عَلَى مِنْهَاجِ النُّبُوَّةِ...
অনুবাদ:
"তোমাদের মধ্যে নবুওয়াত থাকবে যতদিন আল্লাহ চান তা থাকতে, এরপর আল্লাহ তাআ'লা তা উঠিয়ে নেবেন। তারপর হবে নবুওয়াতের তরিকায় খিলাফত (خِلَافَةً عَلَى مِنْهَاجِ النُّبُوَّةِ)
(মুসনাদে আহমদ: হাদীস ১৭৬৮৪)
https://muslimbangla.com/hadith/1568127
চার জন খুলাফায়ে রাশিদুন:
এ খিলাফতের আওতায় বোঝানো হয় সেই চার জন খলীফাকে, যাঁদের শাসনকাল নবীজীর সুন্নাহর অনুসরণে পরিচালিত হয়েছে। তাঁরা হলেন:
১. আবু বকর সিদ্দীক (রাঃ), ২.উমর ইবনুল খাত্তাব (রাঃ), ৩.উসমান ইবনু আফফান (রাঃ), ৪.আলী ইবনু আবি তালিব (রাঃ)।
অন্য হাদীসে:
রাসূলুল্লাহ ﷺ বলেন:
عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين من بعدي..."
"তোমরা আমার সুন্নাত এবং আমার পরবর্তী রাশিদুন খুলাফার সুন্নাত আঁকড়ে ধরো..."
(তিরমিযী, হাদীস: ২৬৭৬ - হাসান সহীহ)
https://muslimbangla.com/hadith/32321
সারসংক্ষেপে:
‘‘খিলাফাতে রাশেদা" হলো সেই ইসলামী শাসনব্যবস্থা যা রাসূল ﷺ-এর পথ ও পদ্ধতির অনুসরণে পরিচালিত, এবং যার প্রধান চার খলীফা হলেন সাহাবায়ে কেরাম (রাঃ)।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী, ফাতাওয়া বিভাগ, মুসলিম বাংলা
গবেষক, হাদীস বিভাগ, মুসলিম বাংলা
খতীব, রৌশন আলী মুন্সীবাড়ী জামে মসজিদ, ফেনী
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন