আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

৭১৯৫
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কোরবানী প্রসঙ্গে :
আমরা দু ভাই চাকুরী করি আমার বেতন প্রায় 40,000 হাজার ঈদ বোনাস সহ আরো কিছু বাড়ে, আর আমার ভাইয়ের বেতন 16000 হাজার টাকা+ঈদ বোনাস, এগুলো দিয়ে আমাদের সংসার চলে, খেতি জমি আছে 1 কানির মত অল্প কিছু করে, আরও কিছু পড়ে থাকে, বাবা খেতি বাড়ি করে, বাবা কিছু জমি আগে থেকেই আমাদের দু ভাইয়ের নামে লিখে রাখছেন,
প্রতি বছর আমার বাবা এবং দু ভাইয়ের নামে 3 নামে কোরবানী দিয়ে থাকি
**আমার প্রশ্ন হচ্ছে আমাদের দু ভাই এবং বাবার উপর কোরবানী করা ওয়াজীব কিনা?

**আমার আহলিয়ার 1.5 বরী সর্ন আছে, আমার শশুর মারা গেছেন তাদের সম্পদ এখনো বন্টন হয়নি (আদোও দিবে কিনা ঠিক নেই)আমার কাছে মোহর বাবৎ কিছু পাবে(সে বলছে লাগবে না আমি বলছি পরবর্তীতে সময় করে দিয়ে দিব)
তার উপর কোরবানী ওয়াজীব কিনা?
এবং
আমার মায়ের 1 বরী সর্ন আছে তারও একই অবস্থা নানা মারা গেছেন সম্পদ বন্টন হয়নি - ওনার উপর কোরবানী ওয়াজীব কিনা?

আমার বোনের (অবিবাহিতা) 1বরী চেয়ে কিছু কম সর্ন আছে, তার উপর কোরবানী ওয়াজীব কিনা?
এই হলো আমাদের মোটামুটি সম্পদ।

এছাড়াও আমরা দু ভাই আরও অনেকে 32 সদস্য মিলে ঢাকায় জামিন কিনে, ফ্ল্যাটের ব্যাপারে কাজ চলছে, সেখানে আমরা 2 লক্ষ টাকা দেনা আছি।

এখন উপরে উল্লেখিত অবস্থার উপর ভিত্তি করে আমাদের কার কার উপর কোরবানী ওয়াজীব, জানালে খুবই উপকৃত হবো।
বর্তমানে বাবার নামে, আমার নামে এবং ছোট ভাইয়ের নামে দিয়ে থাকি, আমাদের এই তিন জনের কার উপর ওয়াজীব না হলেও জানাবেন।
মা, আহলিয়া, বোন এদের নামে দেওয়া হয় না, এদের উপর ওয়াজীব কিনা জানাবেন।
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী ইসহাক মাহমুদ
১৩ জুলাই, ২০২১
কুমিরা
৭০১৯
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম

প্রশ্ন ১***কুরবানির গোসতের কোন কোন অংশগুলো ভাগ করা জরুরি না? চর্বি, মাথা, মগজ, পায়া, ভুড়ি,, এগুলোও কি ৩ ভাগ করতে হবে??

প্রশ্ন ২* * গরীব দুস্থদের ভাগটা কি মসজিদে দেওয়া যাবে।? আমাদের এলাকায় মসজিদ থেকে মাংস বিলি করা হয়।

প্রশ্ন ৩** গরীব প্রতিবেশিদেরকে যে গোসত দেয়া হয় সেটা কোন ভাগ থেকে দিবো?? (৩ ভাগ=নিজের, আত্মীয়, গরীব-দুস্থ)।

প্রশ্ন ৪*** আত্মীয়দের ভাগটা নিয়ে করণিয় কি?? এটা নিজের কাছেই রাখা হয় আত্মীয়দের দাওয়াত খাওয়ানোর জন্য। সেই ক্ষেত্রে তো অই ভাগে সব গোসত আত্মীয়রা খায়না। নিজেদেরও খাওয়া হয়। এইক্ষেত্রে কি করা উচিত?

প্রশ্ন ৫*** মাঝে মধ্যে বিতর নামায ১ রাকাত নিয়ত করি। কিন্তু দেখা যায় দোয়া কুনুত না পড়েই সেজদায় চলে যাই। সেইক্ষেত্রে করণীয় কি? অই নামাযের ৩ রাকাত পড়বো নাকি নতুন করে শুরু করবো।??

দয়া করে আমাকে উপরোক্ত বিষয়গুলোতে পরিষ্কার করবেন। ধন্যবাদ
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী ইসহাক মাহমুদ
৫ জুলাই, ২০২১
৪৬XW+C৫২
আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর | মুসলিম বাংলা