আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
১৫- সূর্য-চন্দ্র গ্রহনের অধ্যায়
হাদীস নং: ৯৯১
আন্তর্জাতিক নং: ১০৪৮
৬৬৯. নবী (ﷺ) এর উক্তিঃ আল্লাহ তা’লা সূর্যগ্রহণ দিয়ে তাঁর বান্দাদের সতর্ক করেন।
আবু মুসা আশআরী (রাযিঃ) নবী (ﷺ) থেকে তা বর্ণনা করেছেন।
আবু মুসা আশআরী (রাযিঃ) নবী (ﷺ) থেকে তা বর্ণনা করেছেন।
৯৯১। কুতাইবা ইবনে সাঈদ (রাহঃ) ......... আবু বাকরা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ সূর্য ও চন্দ্র আল্লাহর নিদর্শনসমুহের মধ্যে দুটি নিদর্শন। কারো মৃত্যুর কারণে এ দু’টির গ্রহণ হয় না। তবে এ দিয়ে আল্লাহ তা’লা তাঁর বান্দাদের সতর্ক করেন।
ইমাম বুখারী (রাহঃ) বলেন, আব্দুল ওয়ারিস, শু’বা, খালিদ ইবনে আব্দুল্লাহ, হাম্মাদ ইবনে সালামা (রাহঃ) ইউনুস (রাহঃ) থেকে "এ দিয়ে আল্লাহ তাঁর বান্দাদেরকে সতর্ক করেন" বাক্যটি বর্ণনা করেননি, আশ’আস (রাহঃ) হাসান (রাহঃ) থেকে ইউনুস (রাহঃ) এর অনুসরণ করেছেন।
আর মুসা (রাহঃ) মুবারক (রাহঃ) সূত্রে হাসান (রাহঃ) থেকে ইউনুস (রাহঃ) এর অনুসরণ করেছেন। তিনি বলেন, আমাকে আবু বাকরা (রাযিঃ) নবী (ﷺ) থেকে বলেন, নিশ্চয়ই আল্লাহ এ দিয়ে তাঁর বান্দাদেরকে সতর্ক করেন।
ইমাম বুখারী (রাহঃ) বলেন, আব্দুল ওয়ারিস, শু’বা, খালিদ ইবনে আব্দুল্লাহ, হাম্মাদ ইবনে সালামা (রাহঃ) ইউনুস (রাহঃ) থেকে "এ দিয়ে আল্লাহ তাঁর বান্দাদেরকে সতর্ক করেন" বাক্যটি বর্ণনা করেননি, আশ’আস (রাহঃ) হাসান (রাহঃ) থেকে ইউনুস (রাহঃ) এর অনুসরণ করেছেন।
আর মুসা (রাহঃ) মুবারক (রাহঃ) সূত্রে হাসান (রাহঃ) থেকে ইউনুস (রাহঃ) এর অনুসরণ করেছেন। তিনি বলেন, আমাকে আবু বাকরা (রাযিঃ) নবী (ﷺ) থেকে বলেন, নিশ্চয়ই আল্লাহ এ দিয়ে তাঁর বান্দাদেরকে সতর্ক করেন।
باب قَوْلِ النَّبِيِّ صلى الله عليه وسلم : يُخَوِّفُ اللَّهُ عِبَادَهُ بِالْكُسُوفِ قَالَ أَبُو مُوسَى عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
1048 - حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ يُونُسَ، عَنِ الحَسَنِ، عَنْ أَبِي بَكْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الشَّمْسَ وَالقَمَرَ آيَتَانِ مِنْ آيَاتِ اللَّهِ، لاَ يَنْكَسِفَانِ لِمَوْتِ أَحَدٍ وَلاَ لِحَيَاتِهِ، وَلَكِنَّ اللَّهَ تَعَالَى يُخَوِّفُ بِهَا عِبَادَهُ» وَقَالَ أَبُو عَبْدِ اللَّهِ: وَلَمْ يَذْكُرْ عَبْدُ الوَارِثِ، وَشُعْبَةُ، وَخَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ، وَحَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ يُونُسَ: «يُخَوِّفُ اللَّهُ بِهَا عِبَادَهُ» ، وَتَابَعَهُ أَشْعَثُ، عَنِ الحَسَنِ، وَتَابَعَهُ مُوسَى، عَنْ مُبَارَكٍ، عَنِ الحَسَنِ، قَالَ: أَخْبَرَنِي أَبُو بَكْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ تَعَالَى يُخَوِّفُ بِهِمَا عِبَادَهُ»


বর্ণনাকারী: