আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
১৬- হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ২৮০৩
আন্তর্জতিক নং: ১২১১
পরিচ্ছেদঃ ১৬. ইহরামের প্রকারভেদ, ইফরাদ, কিরান ও তামাত্তু হজ্জের জন্য ইহরাম বাঁধা জায়েয, একত্রে উমরা ও হজ্জের ইহরাম বাধাও জায়েয এবং কিরান হজ্জ পালনকারী কখন ইহরামমুক্ত হবে
২৮০৩। উবাইদুল্লাহ ইবনে মু’আয (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) যিলহজ্জ মাসের চার অথবা পাঁচ তারিখে (মক্কায়) পৌছলেন ......... পূর্বোক্ত গুনদারের হাদীসের অনুরূপ। কিন্তু এই সনদে তিনি (রাবী) হাকামের উক্তিতে, “তারা ইতস্ততঃ করেছে” এ সন্দেহ উল্লেখ করেননি।

তাহকীক:
তাহকীক নিষ্প্রয়োজন