আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
১৪- বৃষ্টি প্রার্থনার অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১০৩২
৬৫৭. বৃষ্টিপাতের সময় কি পড়তে হয়।
ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, কুরআনের আয়াত كَصَيِّبٍ অর্থ বৃষ্টি। অন্যরা বলেছেন صَيِّبٍ শব্দটি صَابَ وَأَصَابَ يَصُوبُ এর মুল ধাতু থেকে উৎপন্ন।
ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, কুরআনের আয়াত كَصَيِّبٍ অর্থ বৃষ্টি। অন্যরা বলেছেন صَيِّبٍ শব্দটি صَابَ وَأَصَابَ يَصُوبُ এর মুল ধাতু থেকে উৎপন্ন।
৯৭৫। মুহাম্মাদ ইবনে মুকাতিল (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বৃষ্টি দেখলে বলতেন, হে আল্লাহ! মুষলধারায় কল্যাণকর বৃষ্টি দাও।
কাসিম ইবনে ইয়াহয়া (রাহঃ) উবাইদুল্লাহ সূত্রে তাঁর বর্ণনায় আব্দুল্লাহ (রাহঃ) এর অনুসরণ করেছেন এবং উকাইল ও আওযায়ী (রাহঃ) নাফি (রাহঃ) থেকে তা বর্ণনা করেছেন।
কাসিম ইবনে ইয়াহয়া (রাহঃ) উবাইদুল্লাহ সূত্রে তাঁর বর্ণনায় আব্দুল্লাহ (রাহঃ) এর অনুসরণ করেছেন এবং উকাইল ও আওযায়ী (রাহঃ) নাফি (রাহঃ) থেকে তা বর্ণনা করেছেন।
