আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

১৪- রোযার অধ্যায়

হাদীস নং: ২৫৯৩
আন্তর্জাতিক নং: ১১৫৬-৬
৩১. রমযান ব্যতীত অন্য মাসেও নবী (ﷺ) এর রোযা পালন এবং কোন মাস রোযা পালন থেকে খালি না থাকা মুস্তাহাব
২৫৯৩। আবু বকর ইবনে আবি শাঈবা ও আমরুন-নাকিদ (রাহঃ) ......... আবু সালামা (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন আমি আয়িশা (রাযিঃ) কে রাসূলুল্লাহ এর রোযা সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) একাধারে রোযা পালন করে যেতেন এমনকি আমরা বলতাম তিনি রোযা পালন করেছেন (আর কখনও ভঙ্গ করবেন না)। আবার কখনও তিনি রোযা ছেড়ে দিতেন, এমনকি আমরা বলতাম, তিনি রোযা ছেড়ে দিয়েছেন (আর কখনো রোযা পালন করবেন না)।

আমি তাঁকে শাবান মাস ছাড়া অন্য কোন মাসে এত অধিক (নফল) রোযা পালন করতে দেখিনি। তিনি যেন গোটা শাবান মাসই রোযা পালন করতেন। তিনি সামান্য (কয়টি দিন) ব্যতীত গোটা শাবান মাস রোযা পালন করতেন।
بَاب صِيَامِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَيْرِ رَمَضَانَ وَاسْتِحْبَابِ أَنْ لَا يُخْلِيَ شَهْرًا عَنْ صَوْمٍ
وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَمْرٌو النَّاقِدُ، جَمِيعًا عَنِ ابْنِ عُيَيْنَةَ، - قَالَ أَبُو بَكْرٍ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، - عَنِ ابْنِ أَبِي لَبِيدٍ، عَنْ أَبِي سَلَمَةَ، قَالَ سَأَلْتُ عَائِشَةَ - رضى الله عنها - عَنْ صِيَامِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَتْ كَانَ يَصُومُ حَتَّى نَقُولَ قَدْ صَامَ . وَيُفْطِرُ حَتَّى نَقُولَ قَدْ أَفْطَرَ . وَلَمْ أَرَهُ صَائِمًا مِنْ شَهْرٍ قَطُّ أَكْثَرَ مِنْ صِيَامِهِ مِنْ شَعْبَانَ كَانَ يَصُومُ شَعْبَانَ كُلَّهُ كَانَ يَصُومُ شَعْبَانَ إِلاَّ قَلِيلاً .
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
সহীহ মুসলিম - হাদীস নং ২৫৯৩ | মুসলিম বাংলা