আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
১৪- রোযার অধ্যায়
হাদীস নং: ২৫২২
আন্তর্জাতিক নং: ১১২৭-৪
- রোযার অধ্যায়
১৭. আশুরা দিবসে রোযা পালন করা
২৫২২। মুহাম্মাদ ইবনে হাতিম (রাহঃ) ......... আলকামা (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আশ’আস ইবনে কায়স (রাহঃ) ইবনে মাসউদ (রাযিঃ) এর নিকট গেলেন। সেটা আশূরার দিন ছিল। তখন তিনি খানা খাচ্ছিলেন। এ দেখে আশ’আস (রাহঃ) বললেন, হে আবু আব্দুর রহমান! আজ তো আশূরার দিন। তিনি বললেন, রমযানের রোযা ফরয হওয়ার পূর্বে এ দিনে রোযা পালন করা হতো। কিন্তু রমযানের রোযা ফরয হলে এ দিনের রোযা পালন ছেড়ে দেয়া হয়। এখন তুমি যদি রোযা না রেখে থাক তবে খাও।
كتاب الصيام
باب صَوْمِ يَوْمِ عَاشُورَاءَ
وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، قَالَ دَخَلَ الأَشْعَثُ بْنُ قَيْسٍ عَلَى ابْنِ مَسْعُودٍ وَهُوَ يَأْكُلُ يَوْمَ عَاشُورَاءَ فَقَالَ يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ إِنَّ الْيَوْمَ يَوْمُ عَاشُورَاءَ . فَقَالَ قَدْ كَانَ يُصَامُ قَبْلَ أَنْ يَنْزِلَ رَمَضَانُ فَلَمَّا نَزَلَ رَمَضَانُ تُرِكَ فَإِنْ كُنْتَ مُفْطِرًا فَاطْعَمْ .