আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

১৪- রোযার অধ্যায়

হাদীস নং: ২৫২১
আন্তর্জাতিক নং: ১১২৭-৩
- রোযার অধ্যায়
১৭. আশুরা দিবসে রোযা পালন করা
২৫২১। আবু বকর ইবনে আবি শাঈবা ও মুহাম্মাদ ইবনে হাতিম (রাহঃ) ......... কায়স ইবনে সাকান (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আশূরার দিন আশ’আস ইবনে কায়স (রাহঃ) আব্দুল্লাহ (রাযিঃ) এর কাছে এলেন। এ সময় তিনি আহার করছিলেন। তিনি আশ’আসকে লক্ষ্য করে বললেন, হে আবু মুহাম্মাদ! নিকটে এসো, খানা খাও। তিনি বললেন, আমি তো রোযা পালন করছি। এ কথা শুনে আব্দুল্লাহ (রাযিঃ) বললেন, আমরা এ রোযা পালন করতাম। পরে তা ছেড়ে দেয়া হয়েছে।
كتاب الصيام
باب صَوْمِ يَوْمِ عَاشُورَاءَ
وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، وَيَحْيَى بْنُ سَعِيدٍ الْقَطَّانُ، عَنْ سُفْيَانَ، ح وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، - وَاللَّفْظُ لَهُ - حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنِي زُبَيْدٌ الْيَامِيُّ، عَنْ عُمَارَةَ بْنِ عُمَيْرٍ، عَنْ قَيْسِ بْنِ سَكَنٍ، أَنَّ الأَشْعَثَ بْنَ قَيْسٍ، دَخَلَ عَلَى عَبْدِ اللَّهِ يَوْمَ عَاشُورَاءَ وَهُوَ يَأْكُلُ فَقَالَ يَا أَبَا مُحَمَّدٍ ادْنُ فَكُلْ . قَالَ إِنِّي صَائِمٌ . قَالَ كُنَّا نَصُومُهُ ثُمَّ تُرِكَ .
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)