আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

১৩- বিতর নামাযের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১০০৩
৬৩৪. রুকুর আগে ও পরে কুনূত পাঠ করা।
৯৪৯। আহমদ ইবনে ইউনুস (রাহঃ) ......... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, একমাস ব্যাপী রি’ল ও যাকওয়ান গোত্রের বিরুদ্ধে নবী (ﷺ) কুনূতে দুআ পাঠ করেছিলেন।

হাদীসের ব্যাখ্যা:

প্রাগুক্ত
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন