আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
১২- দুই ঈদের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৯৮৯
৬২৭. ঈদের নামাযের পূর্বে ও পরে নামায আদায় করা।
আবু মুআল্লা (রাহঃ) বলেন, আমি সাঈদ (রাহঃ)-কে ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বলতে শুনেছি যে, তিনি ঈদের পূর্বে নামায আদায় করা মাকরূহ মনে করতেন।
আবু মুআল্লা (রাহঃ) বলেন, আমি সাঈদ (রাহঃ)-কে ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বলতে শুনেছি যে, তিনি ঈদের পূর্বে নামায আদায় করা মাকরূহ মনে করতেন।
৯৩৬। আবুল ওয়ালীদ (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) বিলাল (রাযিঃ) কে সঙ্গে নিয়ে ঈদুল ফিতরের দিন বের হয়ে দু’রাকআত নামায আদায় করেন। তিনি এর আগে ও পরে কোন নামায আদায় করেননি।
