আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
১৩- যাকাতের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১০১২
১৩. সেই দিন আসার আগে দান-সাদ্কায় উৎসাহ প্রদান যেদিন তার কোন গ্রহীতা পাওয়া যাবে না
২২১০। আব্দুল্লাহ ইবনে বাররাদ আশ’আরী ও আবু কুরায়ব মুহাম্মাদ ইবনুল আলা (রাহঃ) ......... আবু মুসা (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেন, মানুষের এমন এক সময় আসবে যখন সোনা নিয়ে সাদ্কা করার জন্য লোক ঘুরে বেড়াবে কিন্তু তা নেয়ার মতো কাউকে পাওয়া যাবে না। আরো দেখা যাবে যে, পুরুষের সংখ্যা স্বল্পতা ও নারীদের আধিক্যের দরুন চল্লিশজন নারী একজন পুরুষের অধীনস্থ হবে এবং তারা তার আশ্রয় গ্রহণ করবে। ইবনে বাররাদ (রাহঃ) এর অপর এক রিওয়ায়াতে আছে ″তুমি এক ব্যক্তিকে দেখতে পাবে।″


বর্ণনাকারী: