আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

১৩- যাকাতের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১০১১
১৩. সেই দিন আসার আগে দান-সাদ্‌কায় উৎসাহ প্রদান যেদিন তার কোন গ্রহীতা পাওয়া যাবে না
২২০৯। আবু বকর ইবনে আবি শাঈবা, ইবনে নুমাইর ও মুহাম্মাদ ইবনুল মুসান্না (রাহঃ) ......... হারিসা ইবনে ওয়াহব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, তোমরা সাদ্‌কা দাও। অচিরেই এমন হবে যে, যখন এক মানুষ তার সাদ্‌কার সামগ্রী নিয়ে ঘুরবে। যাকে দিতে চাইবে সে বলবে, যদি গতকালও নিয়ে আসতে তাহলে আমি তা গ্রহণ করতাম। কিন্তু আমার আজ এর কোন প্রয়োজন নেই। অবশেষে সাদ্‌কা গ্রহণের জন্য কাউকেই পাওয়া যাবে না।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন