আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

১২- দুই ঈদের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৯৭২
৬১৪. ঈদের দিন বর্শা সামনে পুতে নামায আদায়।
৯২১। মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) হতে বর্ণিত, ঈদুল ফিতর ও কুরবানীর দিন নবী (ﷺ) এর সামনে বর্শা পুতে দেওয়া হত। তারপর তিনি নামায আদায় করতেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন