আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
৮- জুমআ সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ১৮৬৪
আন্তর্জাতিক নং: ৮৫৯
৫. জুমআর নামায সূর্য ঢলে যাওয়ার পরে
১৮৬৪। আব্দুল্লাহ ইবনে মাসলামা ইবনে কা’নাব, ইয়াহয়া ইবনে ইয়াহয়া ও আলী ইবনে হুজর (রাহঃ) ......... সাহল (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা জুমআর পর দুপুরের আহার ও বিশ্রাম করতাম। ইবনে হুজর (রাহঃ) তাঁর বর্ণনায় অতিরিক্ত বলেছেন যে, ″রাসূলুল্লাহ (ﷺ) এর যুগে।″
باب صَلاَةِ الْجُمُعَةِ حِينَ تَزُولُ الشَّمْسُ
وَحَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ، وَيَحْيَى بْنُ يَحْيَى، وَعَلِيُّ بْنُ حُجْرٍ، قَالَ يَحْيَى أَخْبَرَنَا وَقَالَ الآخَرَانِ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ، عَنْ أَبِيهِ، عَنْ سَهْلٍ، قَالَ مَا كُنَّا نَقِيلُ وَلاَ نَتَغَدَّى إِلاَّ بَعْدَ الْجُمُعَةِ - زَادَ ابْنُ حُجْرٍ - فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم .
