আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
৮- জুমআ সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ১৮৬৩
আন্তর্জাতিক নং: ৮৫৮ - ২
৫. জুমআর নামায সূর্য ঢলে যাওয়ার পরে
১৮৬৩। কাসিম ইবনে যাকারিয়া ও আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান আদ দারিমী (রাহঃ) ......... জাফর (রাহঃ) থেকে তাঁর পিতার সূত্রে বর্ণিত যে, তিনি জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) কে জিজ্ঞাসা করেছিলেন যে, রাসূলুল্লাহ (ﷺ) কোন সময়ে জুমআর নামায আদায় করতেন? তিনি বললেন, জুমআর নামায আদায় করার পর আমরা আমাদের উটগুলোর দিকে প্রত্যাবর্তন করতাম এবং সেগুলোর বিশ্রামের ব্যবস্থা করতাম। আব্দুল্লাহর বর্ণনায় একথা অতিরিক্ত আছে যে, ″যখন সূর্য ঢলে যেত″ উটগুলো ছিল পানি বহনকারী উট।
باب صَلاَةِ الْجُمُعَةِ حِينَ تَزُولُ الشَّمْسُ
وَحَدَّثَنِي الْقَاسِمُ بْنُ زَكَرِيَّاءَ، حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، ح وَحَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ، الرَّحْمَنِ الدَّارِمِيُّ حَدَّثَنَا يَحْيَى بْنُ حَسَّانَ، قَالاَ جَمِيعًا حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، عَنْ جَعْفَرٍ، عَنْ أَبِيهِ، أَنَّهُ سَأَلَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ مَتَى كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي الْجُمُعَةَ قَالَ كَانَ يُصَلِّي ثُمَّ نَذْهَبُ إِلَى جِمَالِنَا فَنُرِيحُهَا . زَادَ عَبْدُ اللَّهِ فِي حَدِيثِهِ حِينَ تَزُولُ الشَّمْسُ يَعْنِي النَّوَاضِحَ .
