আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
১০- জুমআর অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৯২১
৫৮২. খুতবার সময় মুসল্লীগণের ইমামের দিকে আর ইমাম মুসল্লীগণের দিকে মুখ করা।
ইবনে উমর ও আনাস (রাযিঃ) ইমামের দিকে মুখ করতেন।
ইবনে উমর ও আনাস (রাযিঃ) ইমামের দিকে মুখ করতেন।
৮৭৫। মু’আয ইবনে ফাযালা (রাহঃ) ......... আবু সাঈদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) একদিন মিম্বরের উপর বসলেন এবং আমরা তাঁর চারপাশে বসলাম।


বর্ণনাকারী: