আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

৬- মুসাফিরের নামায - কসর নামায

হাদীস নং: ১৬৬৮
আন্তর্জাতিক নং: ৭৬৩-৮
২০. রাতের বেলা নবী (ﷺ) এর নামায ও দুআ
১৬৬৮। ইসহাক ইবনে মনসুর (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বললেন, ইবনে আব্বাস (রাযিঃ) বলেছেন, আমি আমার খালা মায়মুনা (রাযিঃ) এর ঘরে ছিলাম, তখন রাসূলুল্লাহ (ﷺ) আগমন করলেন। অতঃপর গুনদার (রাহঃ) বর্ণিত হাদীসের অনুরূপ বর্ণনা করেন। তবে, এতে তিনি বলেন, ″আমাকে নূরে পরিণত করুন″ এ রিওয়ায়াতে সন্দেহ নেই।
وَحَدَّثَنِي إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا النَّضْرُ بْنُ شُمَيْلٍ، أَخْبَرَنَا شُعْبَةُ، حَدَّثَنَا سَلَمَةُ بْنُ كُهَيْلٍ، عَنْ بُكَيْرٍ، عَنْ كُرَيْبٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، . قَالَ سَلَمَةُ فَلَقِيتُ كُرَيْبًا فَقَالَ قَالَ ابْنُ عَبَّاسٍ كُنْتُ عِنْدَ خَالَتِي مَيْمُونَةَ فَجَاءَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم . ثُمَّ ذَكَرَ بِمِثْلِ حَدِيثِ غُنْدَرٍ . وَقَالَ " وَاجْعَلْنِي نُورًا " . وَلَمْ يَشُكَّ .
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)