আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

৬- মুসাফিরের নামায - কসর নামায

হাদীস নং: ১৫২৩
আন্তর্জাতিক নং: ৭১১-২
- মুসাফিরের নামায - কসর নামায
৯. মুয়াযযিন ইকামত দেওয়া শুরু করলে নফল নামায আরম্ভ করা মাকরূহ
১৫২৩। কুতায়বা ইবনে সাঈদ (রাহঃ) ......... ইবনে বুহায়না (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, ফজরের নামাযে দাঁড়িয়ে রাসূলুল্লাহ (ﷺ) দেখতে পেলেন যে, এক ব্যক্তি নামায আদায় করছে। মুয়াযযিন তখন তাকবীর দিচ্ছিল। রাসূলুল্লাহ (ﷺ) লোকটিকে বললেন, তুমি কি ফজরের নামায চার রাকআত আদায় করছ?
كتاب صلاة المسافرين وقصرها
باب كَرَاهَةِ الشُّرُوعِ فِي نَافِلَةٍ بَعْدَ شُرُوعِ الْمُؤَذِّنِ
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ حَفْصِ بْنِ عَاصِمٍ، عَنِ ابْنِ بُحَيْنَةَ، قَالَ أُقِيمَتْ صَلاَةُ الصُّبْحِ فَرَأَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم رَجُلاً يُصَلِّي وَالْمُؤَذِّنُ يُقِيمُ فَقَالَ " أَتُصَلِّي الصُّبْحَ أَرْبَعًا " .
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
সহীহ মুসলিম - হাদীস নং ১৫২৩ | মুসলিম বাংলা