আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

৫- মসজিদ ও নামাযের স্থান সমূহের বর্ণনা

হাদীস নং: ১২৮৯
আন্তর্জাতিক নং: ৬২৩
৩৪. আসরের নামায আগেভাগে আদায় করা মুস্তাহাব
১২৮৯। মানসুর ইবনে আবু মূযাহিম (রাহঃ) ......... আবু উমামা ইবনে সাহল (রাহঃ) বলেন, আমরা উমর ইবনে আব্দুল আযীয (রাহঃ) এর সাথে যোহরের নামায আদায় করলাম। এরপর বের হয়ে আনাস ইবনে মালিক (রাযিঃ) এর নিকট গেলাম। আমরা যেয়ে দেখি তিনি আসরের নামায আদায় করছেন। আমি বললাম, চাচাজান এটি কোন নামায যা আপনি আদায় করলেন? তিনি বললেন, আসর, আর এটাই হচ্ছে রাসূলুল্লাহ (ﷺ) এর নামায যা আমরা তাঁর সঙ্গে আদায় করতাম।
باب اسْتِحْبَابِ التَّبْكِيرِ بِالْعَصْرِ
وَحَدَّثَنَا مَنْصُورُ بْنُ أَبِي مُزَاحِمٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، عَنْ أَبِي بَكْرِ بْنِ عُثْمَانَ بْنِ سَهْلِ بْنِ حُنَيْفٍ، قَالَ سَمِعْتُ أَبَا أُمَامَةَ بْنَ سَهْلٍ، يَقُولُ صَلَّيْنَا مَعَ عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ الظُّهْرَ ثُمَّ خَرَجْنَا حَتَّى دَخَلْنَا عَلَى أَنَسِ بْنِ مَالِكٍ فَوَجَدْنَاهُ يُصَلِّي الْعَصْرَ فَقُلْتُ يَا عَمِّ مَا هَذِهِ الصَّلاَةُ الَّتِي صَلَّيْتَ قَالَ الْعَصْرُ وَهَذِهِ صَلاَةُ رَسُولِ اللَّهِ صلى الله تعالى عليه وسلم الَّتِي كُنَّا نُصَلِّي مَعَهُ .
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
সহীহ মুসলিম - হাদীস নং ১২৮৯ | মুসলিম বাংলা