আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
৫- মসজিদ ও নামাযের স্থান সমূহের বর্ণনা
হাদীস নং: ১২৬৬
আন্তর্জাতিক নং: ৬১২-৬
- মসজিদ ও নামাযের স্থান সমূহের বর্ণনা
৩১. পাঁচ ফরয নামাযের সময়
১২৬৬। ইয়াহয়া ইবনে ইয়াহয়া আত তামীমী (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে ইয়াহয়া (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আমার পিতাকে বলতে শুনেছি, যে, দৈহিক সুখ ভোগের সাথে জ্ঞান অর্জন সম্ভব নয়।
كتاب المساجد ومواضع الصلاة
باب أَوْقَاتِ الصَّلَوَاتِ الْخَمْسِ
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ، قَالَ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، قَالَ سَمِعْتُ أَبِي يَقُولُ، لاَ يُسْتَطَاعُ الْعِلْمُ بِرَاحَةِ الْجِسْمِ .