আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৯- আযান-ইকামতের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৮৪৫
৫৪৭. সালাম ফিরানোর পর ইমাম মুক্তাদীগণের দিকে ফিরবেন ।
৮০৫। মুসা ইবনে ইসমাঈল (রাহঃ) ......... সামুরা ইবনে জুনদব (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) যখন নামায শেষ করতেন, তখন আমাদের দিকে মুখ ফিরাতেন।
হাদীসের ব্যাখ্যা:
হাদীস থেকে প্রমাণিত হয় যে, ইমাম সাহেব সালাম ফিরানোর পরে মুসল্লীদের দিকে মুখ ফিরিয়ে বসবেন। এটাই হানাফী মাযহাবের মত। তবে এ আমলটি আবশ্যক নয় বরং উত্তম। (শামী: ১/৫৩১) অবশ্য এ আমল ঐ সকল নামাযের ক্ষেত্রে প্রযোজ্য যে সকল নামাযের পরে সুন্নাত নেই। আর নামাযের পরে সুন্নাত থাকলে রসূল স. দেরি করতেন না। বরং সংক্ষিপ্ত দুআ’ করে সুন্নাতের জন্য দাঁড়িয়ে যেতেন। (মুসলিম-১২১৩)
