আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৯- আযান-ইকামতের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৮৪৪
৫৪৬. সালামের পর যিক্র।
৮০৪। মুহাম্মাদ ইবনে ইউসুফ (রাহঃ) ......... মুগীরা ইবনে শু’বা (রাযিঃ) এর কাতিব ওয়াররাদ (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, মুগীরা ইবনে শু’বা (রাযিঃ) আমাকে দিয়ে মুআবিয়া (রাযিঃ) কে (এ মর্মে) একখানা পত্র লিখালেন যে, নবী (ﷺ) প্রত্যেক ফরয নামাযের পর বলতেনঃ
لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ، وَلَهُ الْحَمْدُ، وَهْوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ، اللَّهُمَّ لاَ مَانِعَ لِمَا أَعْطَيْتَ، وَلاَ مُعْطِيَ لِمَا مَنَعْتَ، وَلاَ يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُّ
অর্থাৎ এক আল্লাহ ব্যতীত কোন ইলাহ নাই, সার্বভৌমত্ব একমাত্র তাঁরই, সমস্ত প্রশংসা একমাত্র তাঁরই জন্য, তিনি সব কিছুর উপরই ক্ষমতাশীল। ইয়া আল্লাহ! আপনি যা প্রদান করতে চান তা রোধ করার কেউ নেই। আপনার কাছে (সৎকাজ ভিন্ন) কোন সম্পদশালীর সম্পদ উপকারে আসে না।
শু’বা (রাহঃ) আব্দুল মালিক (রাহঃ) থেকে অনুরূপ এবং হাকাম (রাহঃ) সূত্রেও ......... ওয়াররাদ (রাহঃ) থেকে এ হাদীস বর্ণনা করেছেন। হাসান (রাহঃ) বলেন, جد অর্থ সম্পদ।
لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ، وَلَهُ الْحَمْدُ، وَهْوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ، اللَّهُمَّ لاَ مَانِعَ لِمَا أَعْطَيْتَ، وَلاَ مُعْطِيَ لِمَا مَنَعْتَ، وَلاَ يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُّ
অর্থাৎ এক আল্লাহ ব্যতীত কোন ইলাহ নাই, সার্বভৌমত্ব একমাত্র তাঁরই, সমস্ত প্রশংসা একমাত্র তাঁরই জন্য, তিনি সব কিছুর উপরই ক্ষমতাশীল। ইয়া আল্লাহ! আপনি যা প্রদান করতে চান তা রোধ করার কেউ নেই। আপনার কাছে (সৎকাজ ভিন্ন) কোন সম্পদশালীর সম্পদ উপকারে আসে না।
শু’বা (রাহঃ) আব্দুল মালিক (রাহঃ) থেকে অনুরূপ এবং হাকাম (রাহঃ) সূত্রেও ......... ওয়াররাদ (রাহঃ) থেকে এ হাদীস বর্ণনা করেছেন। হাসান (রাহঃ) বলেন, جد অর্থ সম্পদ।
হাদীসের ব্যাখ্যা:
হাদীস থেকে প্রমাণিত হয় যে, রসূল স. প্রত্যেক ফরয নামাযের পরে উক্ত দুআটি পড়তেন। সুতরাং ছুন্নাত নামাযে দাঁড়াতেন দুআ পড়ার পরে। অতএব, ফরয ও ছুন্নাতের মাঝে এতটুকু পরিমাণ দেরি করায় কোন ড়্গতি নেই।
