আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৯- আযান-ইকামতের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৮৩৮
৫৪৪. ইমামের সালাম ফিরানোর সময় মুক্তাদীগণও সালাম ফিরাবে।
ইবনে উমর (রাযিঃ) ইমামের সালাম ফিরানোর সময় মুক্তাদীগণের সালাম ফিরানো মুস্তাহাব মনে করতেন।
ইবনে উমর (রাযিঃ) ইমামের সালাম ফিরানোর সময় মুক্তাদীগণের সালাম ফিরানো মুস্তাহাব মনে করতেন।
৭৯৯। হিব্বান ইবনে মুসা (রাহঃ) ......... ইতবান ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর সঙ্গে নামায আদায় করেছি। তিনি যখন সালাম ফিরান তখন আমরাও সালাম ফিরিয়েছি।


বর্ণনাকারী: