আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৯- আযান-ইকামতের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৮৩৭
৫৪৩. সালাম ফিরান
৭৯৮। মুসা ইবনে ইসমাঈল (রাহঃ) ......... উম্মে সালামা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন সালাম ফিরাতেন, তখন সালাম শেষ হলেই মহিলাগণ দাঁড়িয়ে পড়তেন। তিনি (ﷺ) দাঁড়ানের পূর্বে কিছুক্ষণ বসে অপেক্ষা করতেন।
ইবনে শিহাব (রাহঃ) বলেন, আমার মনে হয় তাঁর এ অপেক্ষা এ কারণে যাতে মুসল্লীগণ থেকে যে সব পুরুষ ফিরে যান তাদের পূর্বেই যেন মহিলাগন নিজ অবস্থানে পৌঁছে যান।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন