আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

৪- নামাযের অধ্যায়

হাদীস নং: ৯১২
আন্তর্জাতিক নং: ৪৫৮ -
৩৫. ফজরের নামাযে কিরা’আত পাঠ
৯১২। আবু বকর ইবনে আবি শাঈবা ও মুহাম্মাদ ইবনে রাফি (রাহঃ) ......... সিমাক (রাহঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি জাবির ইবনে সামুরা (রাযিঃ) কে রাসূলুল্লাহ (ﷺ) এর নামায সম্বন্ধে জিজ্ঞাসা করলাম, তখন তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) নামায সংক্ষিপ্ত করতেন ঐ সকল লোকের মত (দীর্ঘ করে) নামায আদায় করতেন না। রাবী বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ফজরের নামাযেق وَالْقُرْآنِ কিংবা তৎসদৃশ (সূরাসমূহ) পড়তেন।
باب الْقِرَاءَةِ فِي الصُّبْحِ
وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَمُحَمَّدُ بْنُ رَافِعٍ، - وَاللَّفْظُ لاِبْنِ رَافِعٍ - قَالاَ حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، حَدَّثَنَا زُهَيْرٌ، عَنْ سِمَاكٍ، قَالَ سَأَلْتُ جَابِرَ بْنَ سَمُرَةَ عَنْ صَلاَةِ النَّبِيِّ، صلى الله عليه وسلم فَقَالَ كَانَ يُخَفِّفُ الصَّلاَةَ وَلاَ يُصَلِّي صَلاَةَ هَؤُلاَءِ . قَالَ وَأَنْبَأَنِي أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَقْرَأُ فِي الْفَجْرِ بـ ( ق وَالْقُرْآنِ) وَنَحْوِهَا .
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
সহীহ মুসলিম - হাদীস নং ৯১২ | মুসলিম বাংলা