আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
৪- নামাযের অধ্যায়
হাদীস নং: ৯১০
আন্তর্জাতিক নং: ৪৫৭ - ৩
৩৫. ফজরের নামাযে কিরা’আত পাঠ
৯১০। মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ......... যিয়াদ ইবনে ’ইলাকা তাঁর চাচা থেকে বর্ণনা করেন। তিনি নবী (ﷺ) এর সঙ্গে ফজরের নামায আদায় করেছেন। তিনি (নবী (ﷺ)) প্রথম রাক’আতে وَالنَّخْلَ بَاسِقَاتٍ لَهَا طَلْعٌ نَضِيدٌ এই আয়াত পড়লেন এবং কখনও বলেছেন, সূরা ‘ক্বাফ’ (পড়েছেন)।
باب الْقِرَاءَةِ فِي الصُّبْحِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ زِيَادِ بْنِ عِلاَقَةَ، عَنْ عَمِّهِ، أَنَّهُ صَلَّى مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم الصُّبْحَ فَقَرَأَ فِي أَوَّلِ رَكْعَةٍ ( وَالنَّخْلَ بَاسِقَاتٍ لَهَا طَلْعٌ نَضِيدٌ) وَرُبَّمَا قَالَ ( ق) .
