আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
৩- হায়েয-ইস্তিহাযা সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ৬৩৯
আন্তর্জাতিক নং: ৩৩০-৩
১২. গোসলকারিণীর বেণীর হুকুম
৬৩৯। আহমাদ ইবনে সাঈদ আদ দারিমী (রাহঃ)-এর সূত্রে আইয়ুব ইবনে মুসা (রাহঃ) থেকে এ সনদে হাদীসটি বর্ণিত আছে। সেখানে উল্লেখ আছে যে, আমি কি তা খুলে তারপর জানাবাত থেকে গোসল করব? সেখানে তিনি হায়যের কথা উল্লেখ করেননি।
باب حُكْمِ ضَفَائِرِ الْمُغْتَسِلَةِ
وَحَدَّثَنِيهِ أَحْمَدُ الدَّارِمِيُّ، حَدَّثَنَا زَكَرِيَّاءُ بْنُ عَدِيٍّ، حَدَّثَنَا يَزِيدُ، - يَعْنِي ابْنَ زُرَيْعٍ - عَنْ رَوْحِ بْنِ الْقَاسِمِ، حَدَّثَنَا أَيُّوبُ بْنُ مُوسَى، بِهَذَا الإِسْنَادِ وَقَالَ أَفَأَحُلُّهُ فَأَغْسِلُهُ مِنَ الْجَنَابَةِ . وَلَمْ يَذْكُرِ الْحَيْضَةَ .
হাদীসের ব্যাখ্যা:
৬৩৭ নং হাদীসের ব্যাখ্যা দেখুন।
