আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ

৩- হায়েয-ইস্তিহাযা সংক্রান্ত অধ্যায়

হাদীস নং: ৬৩৮
আন্তর্জাতিক নং: ৩৩০-২
১২. গোসলকারিণীর বেণীর হুকুম
৬৩৮। আমর আন নাকিদ ও আব্দ ইবনে হুমায়দ (রাহঃ) এর সূত্রে এ সনদে উক্ত হাদীসটি বর্ণিত আছে। আব্দুর রাযযাকের হাদীসে রয়েছে যে, আমি কি তা হায়য ও জানাবাতের গোসলের জন্য খুলব? তিনি বললেন, না”। এরপর ইবনে উয়াইনার (উপরোক্ত) হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন।
باب حُكْمِ ضَفَائِرِ الْمُغْتَسِلَةِ
وَحَدَّثَنَا عَمْرٌو النَّاقِدُ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، ح وَحَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالاَ أَخْبَرَنَا الثَّوْرِيُّ، عَنْ أَيُّوبَ بْنِ مُوسَى، فِي هَذَا الإِسْنَادِ وَفِي حَدِيثِ عَبْدِ الرَّزَّاقِ فَأَنْقُضُهُ لِلْحَيْضَةِ وَالْجَنَابَةِ فَقَالَ " لاَ " ثُمَّ ذَكَرَ بِمَعْنَى حَدِيثِ ابْنِ عُيَيْنَةَ .

হাদীসের ব্যাখ্যা:

৬৩৭ নং হাদীসের ব্যাখ্যা দেখুন।
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
সহীহ মুসলিম - হাদীস নং ৬৩৮ | মুসলিম বাংলা