আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৯- আযান-ইকামতের অধ্যায়
হাদীস নং: ৭৬৬
আন্তর্জাতিক নং: ৮০২
৫১৮. রুকূ’ থেকে মাথা উঠানোর পর স্থির হওয়া।
৭৬৬। সুলাইমান ইবনে হারব (রাহঃ) ......... আবু কিলাবা (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, মালিক ইবনে হুওয়াইরিস (রাযিঃ) নবী (ﷺ) এর নামায কেমন ছিল তা আমাদের দেখালেন। তখন কোন নামাযের ওয়াক্ত ছিল না। তিনি নামাযে যথাযথ কিয়াম করলেন। তারপর রুকূ’তে গেলেন এবং ধীরস্থিরভাবে রুকূ’ আদায় করলেন; তারপর তাঁর মাথা উঠালেন এবং কিছুক্ষণ সোজা হয়ে দাঁড়িয়ে থাকলেন। তারপর তিনি আমাদের নিয়ে আমাদের এই শায়খ আবু বুরাইদ (রাযিঃ)-এর ন্যায় নামায আদায় করলেন। আর আবু বুরাইদ (রাযিঃ) দ্বিতীয় সিজদা থেকে মাথা উঠিয়ে সোজা হয়ে বসতেন*, তারপর দাঁড়াতেন।
*ইমাম আবু হানীফা (রাহঃ), ইমাম শাফেয়ী (রাহঃ) ও ইমাম আহমদ (রাহঃ)-এর মতে আগে হাঁটু রাখবে তারপর হাত রাখবে-এটাই হলো সুন্নত পদ্ধতি । (মূল তিরমিযী শরীফ : খ-১, পৃ- ৬১: মূল আরবী সংস্করণ বুখারী : টীকা নং- ৫)
*ইমাম আবু হানীফা (রাহঃ), ইমাম শাফেয়ী (রাহঃ) ও ইমাম আহমদ (রাহঃ)-এর মতে আগে হাঁটু রাখবে তারপর হাত রাখবে-এটাই হলো সুন্নত পদ্ধতি । (মূল তিরমিযী শরীফ : খ-১, পৃ- ৬১: মূল আরবী সংস্করণ বুখারী : টীকা নং- ৫)
بَابُ الطُّمَأْنِينَةِ حِينَ يَرْفَعُ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ
802 - حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلاَبَةَ، قَالَ: كَانَ مَالِكُ بْنُ الحُوَيْرِثِ يُرِينَا كَيْفَ كَانَ صَلاَةُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَذَاكَ فِي غَيْرِ وَقْتِ صَلاَةٍ، «فَقَامَ فَأَمْكَنَ القِيَامَ، ثُمَّ رَكَعَ فَأَمْكَنَ الرُّكُوعَ، ثُمَّ رَفَعَ رَأْسَهُ فَأَنْصَبَ هُنَيَّةً» ، قَالَ: فَصَلَّى بِنَا صَلاَةَ شَيْخِنَا هَذَا أَبِي بُرَيْدٍ، وَكَانَ أَبُو بُرَيْدٍ: «إِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ السَّجْدَةِ الآخِرَةِ اسْتَوَى قَاعِدًا، ثُمَّ نَهَضَ»
