আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৯- আযান-ইকামতের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৭৮৮
৫০৮. সিজদা থেকে দাঁড়ানোর সময় তাকবীর বলা।
৭৫৩। মুসা ইবনে ইসমাঈল (রাহঃ) ......... ইকরিমা (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি মক্কা শরীফে এক বৃদ্ধের পিছনে নামায আদায় করলাম। তিনি বাইশবার তাকবীর বললেন। আমি ইবনে আব্বাস (রাযিঃ)-কে বললাম, লোকটি তো আহমক। তিনি বললেন, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক। এ যে আবুল কাসিম (ﷺ) এর সুন্নত।
মুসা (রাহঃ) বলেন, আবান (রাহঃ), কাতাদা (রাহঃ) সূত্রেও ইকরিমা (রাহঃ) থেকে এ হাদীসটি সরাসরি বর্ণনা করেছেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন